TRENDING:

Rural Health Care: বিপদে ছুটতে হবে না শহরে, গ্রামেই নিয়মিত মিলবে পরিষেবা! লক্ষ্মীনাথপুর পেল নিজেদের সুস্বাস্থ্য কেন্দ্র

Last Updated:

Nadia Rural Health Care: বাগআঁচড়া পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুরে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। বিপদের সময় আর ছুটতে হবে না শহরে, ঘরের কাছে পরিষেবা পাবেন মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বিধায়কের উদ্যোগে বাগআঁচড়া পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুরে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। বাগআঁচড়া পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীনাথপুর এলাকায় বহু প্রতীক্ষিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে এই কেন্দ্রটি গড়ে উঠেছে বিধায়কের উদ্যোগে এবং স্বাস্থ্য দফতরের আর্থিক সহযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, পঞ্চায়েত প্রধান, স্বাস্থ্যকর্মী, স্থানীয় বিশিষ্টজন ও অসংখ্য সাধারণ মানুষ।
advertisement

এ বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়ন করেছে। সেই ধারাবাহিকতায় লক্ষ্মীনাথপুরে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠায় এলাকার মানুষ প্রাথমিক চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মাতৃসেবা, শিশুসেবা এবং সাধারণ রোগের চিকিৎসা ঘরের কাছেই পাবেন। তিনি আরও বলেন, “গ্রামাঞ্চলের মানুষকে আর দূর শহরে স্বাস্থ্য পরিষেবার জন্য দৌড়তে হবে না। এই কেন্দ্র স্থানীয় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

advertisement

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জের, তিন রুটের ভরসা একটি লঞ্চ! ভরা মরশুমে নুরপুর জলপথে নাজেহাল যাত্রী থেকে পর্যটকরা

যদিও স্বাস্থ্যকেন্দ্রের জমিটি এক ব্যক্তি দান করার ফলেই তা এত মানুষের পরিষেবা যোগ্য হয়ে উঠল। তাই জমি দাতার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক। স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি নিয়মিত টিকাকরণ, ডায়াবেটিস ও ব্লাডপ্রেশার পরীক্ষা, গর্ভবতী মায়েদের বিশেষ পর্যবেক্ষণ, শিশুদের পুষ্টি পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করার পরিকল্পনাও ঘোষণা করা হয়। এ ছাড়াও প্রতি সপ্তাহে একজন করে চিকিৎসক এসে পরিষেবা দেবেন বলে জানানো হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
খরচ ২১৪ কোটি, একদিনে ৩৪৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস! বর্ষায় ভোগান্তির দিন শেষ
আরও দেখুন

পঞ্চায়েত প্রধান জানান, “এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার ফলে বহু পরিবার সরাসরি উপকৃত হবেন। আমাদের লক্ষ্য‘প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য’। প্রকৃত অর্থে তার বাস্তবায়ন করা।” অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষও এই কেন্দ্রের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, জরুরি মুহূর্তে কাছেপিঠে এমন একটি পরিষেবা থাকা সত্যিই স্বস্তিদায়ক। অনুষ্ঠানের শেষে বিধায়ক ভবিষ্যতে আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা জানান, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ পরিষেবা শুরু হবে এবং প্রতিদিন সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত রোগীরা চিকিৎসা পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rural Health Care: বিপদে ছুটতে হবে না শহরে, গ্রামেই নিয়মিত মিলবে পরিষেবা! লক্ষ্মীনাথপুর পেল নিজেদের সুস্বাস্থ্য কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল