নদিয়ার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর ও কৃষ্ণনগর অঞ্চলের বেশ কিছু পরিবার বছরের পর বছর ধরে কালী প্রতিমা তৈরির কাজের সঙ্গে যুক্ত। প্রায় এক মাস আগে প্রতিমা তৈরি শুরু হয়। কিন্তু এই বছর বারবার বৃষ্টির কারণে প্রতিমা শুকোতে পারছেন না, মাটিও ঠিকভাবে শক্ত হচ্ছে না। ফলে কাজের গতি অনেকটাই কমে গিয়েছে।
advertisement
রানাঘাটের এক প্রতিমা শিল্পী বলেন, “প্রতিমা তৈরি তো দূরের কথা, মাটি শুকোতে দিচ্ছে না বৃষ্টি। দিনের পর দিন ছাদ ঢাকা দিতে হচ্ছে। তবুও আর্দ্রতা থাকায় মাটির ফাটল ধরছে।” অন্যদিকে কেউ কেউ জানাচ্ছেন, অর্ডার থাকা সত্ত্বেও সময়মতো প্রতিমা পৌঁছে দেওয়া এখন কঠিন হয়ে পড়েছে।
প্রতিবছর কালীপুজোর সময় বিভিন্ন ক্লাব, বারোয়ারী ও বাড়ির পুজোর জন্য প্রচুর অর্ডার আসে। কিন্তু এই বছর আবহাওয়ার প্রতিকূলতার কারণে অনেকেই বিকল্প উপায় ভাবছেন। কেউ কাঠ, ফাইবারের প্রতিমা নিচ্ছেন, কেউ ছোট মাপের মাটির প্রতিমা ব্যবহার করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মৃৎশিল্পীরা জানিয়েছেন, বৃষ্টির মধ্যেই প্রতিমা শুকানোর জন্য অস্থায়ী ছাউনি ও শুকানোর জায়গা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবুও মৃৎশিল্পীদের আশঙ্কা, যদি আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া না ফেরে, তাহলে কালীপুজোর বাজারে বড় ক্ষতি হতে পারে।