TRENDING:

Nadia News: কালীপুজোর আগে বিপাকে মৃৎশিল্পীরা! সঠিক সময়ে প্রতিমা তৈরি হবে তো? বড় ক্ষতির আশঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা

Last Updated:

Nadia News: মৃৎশিল্পীদের আশঙ্কা, যদি আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি না হয়, তাহলে কালীপুজোর বাজারে বড় ক্ষতি হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথঃ অতিবৃষ্টিতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। কালীপুজোর আগে প্রতিমা তৈরি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। ক্রমাগত বৃষ্টিতে কার্যত নাকাল নদিয়ার মৃৎশিল্পীরা। কয়েকদিন পরেই কালীপুজো, সেই সঙ্গে দীপাবলির প্রস্তুতি তুঙ্গে। কিন্তু ঘন ঘন নিম্নচাপ ও অবিরাম বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা।
advertisement

নদিয়ার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর ও কৃষ্ণনগর অঞ্চলের বেশ কিছু পরিবার বছরের পর বছর ধরে কালী প্রতিমা তৈরির কাজের সঙ্গে যুক্ত। প্রায় এক মাস আগে প্রতিমা তৈরি শুরু হয়। কিন্তু এই বছর বারবার বৃষ্টির কারণে প্রতিমা শুকোতে পারছেন না, মাটিও ঠিকভাবে শক্ত হচ্ছে না। ফলে কাজের গতি অনেকটাই কমে গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ দীপাবলির আগে প্রধানমন্ত্রীর ‘উপহার’! নয়া দুই প্রকল্পে কৃষকরা কতটা লাভবান হবেন, আয় বাড়বে? বিশেষজ্ঞরা কী বলছেন দেখুন

রানাঘাটের এক প্রতিমা শিল্পী বলেন, “প্রতিমা তৈরি তো দূরের কথা, মাটি শুকোতে দিচ্ছে না বৃষ্টি। দিনের পর দিন ছাদ ঢাকা দিতে হচ্ছে। তবুও আর্দ্রতা থাকায় মাটির ফাটল ধরছে।” অন্যদিকে কেউ কেউ জানাচ্ছেন, অর্ডার থাকা সত্ত্বেও সময়মতো প্রতিমা পৌঁছে দেওয়া এখন কঠিন হয়ে পড়েছে।

advertisement

View More

প্রতিবছর কালীপুজোর সময় বিভিন্ন ক্লাব, বারোয়ারী ও বাড়ির পুজোর জন্য প্রচুর অর্ডার আসে। কিন্তু এই বছর আবহাওয়ার প্রতিকূলতার কারণে অনেকেই বিকল্প উপায় ভাবছেন। কেউ কাঠ, ফাইবারের প্রতিমা নিচ্ছেন, কেউ ছোট মাপের মাটির প্রতিমা ব্যবহার করছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর আগে বিপাকে মৃৎশিল্পীরা! সঠিক সময়ে প্রতিমা তৈরি হবে তো?
আরও দেখুন

স্থানীয় মৃৎশিল্পীরা জানিয়েছেন, বৃষ্টির মধ্যেই প্রতিমা শুকানোর জন্য অস্থায়ী ছাউনি ও শুকানোর জায়গা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবুও মৃৎশিল্পীদের আশঙ্কা, যদি আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া না ফেরে, তাহলে কালীপুজোর বাজারে বড় ক্ষতি হতে পারে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কালীপুজোর আগে বিপাকে মৃৎশিল্পীরা! সঠিক সময়ে প্রতিমা তৈরি হবে তো? বড় ক্ষতির আশঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল