আচমকা একজন বিদেশি পর্যটককে নদিয়া জেলার এমন গণ্ডগ্রামে ঘোরাফেরা করতে দেখে অনেকেরই কৌতুহল হয়। এরপর অনেকেই তাঁকে দেখে জানতে চায় এখানে আসার কারণ, কিন্তু ভাষার সমস্যায় অনেকেই বুঝতে পারেনি তাঁর কথা। অনেকেই ধরে নিয়েছেন নাবালিকার সঙ্গে কোনও প্রণয়ঘটিত টানেই সে ছুটে এসেছে এই গ্রামে।
আরও পড়ুন: ট্রেনে কোন ‘ফল’ নিয়ে উঠলে হতে পারে ‘জেল’ জানেন…? শুনলেই চমকাবেন ‘নাম’!
advertisement
ডাকা হয় পুলিশকে। পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থল থেকে ওই বিদেশিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, এরপর থানায় আসে ওই নাবালিকা এবং তাঁর মা। থানাতেই তাঁদের আলাপ হয়। দেখা-সাক্ষাৎ করার পরে দুই পক্ষকেই ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর ওই একই দিনে কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত হয় তামান্না নামের এক নাবালিকা। সেই কারণে ওই ঘটনার রেশ যাতে এই স্থানে এসে না পড়ে সেই কারণে তেহট্ট থানার পুলিশ আগেভাগেই বিদেশি ওই যুবককে ফিরিয়ে দেন মায়াপুরে, কারণ প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে, ওই বিদেশি পর্যটক বিগত ১০ বছর ধরে মায়াপুরের নিবাসী।
যেহেতু মেয়েটি নাবালিকা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সেই কারণে পুলিশ কিংবা স্থানীয় এলাকার কোনও বাসিন্দারাই এই বিষয়ে মুখ খুলতে চাননি। এছাড়াও মেয়েটি এখনও নাবালিকা বলে তাঁর ভবিষ্যতের কথা মাথায় রেখেই নাবালিকা মেয়েটির মাও এই বিষয়ে কোনও মন্তব্য অথবা পুলিশে অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে সূত্র মারফত।
Mainak Debnath