TRENDING:

তেহট্টের গণ্ডগ্রামে আচমকা বিদেশি আগন্তুক...! কী কারণে হাজির নেদারল্যান্ডের যুবক? জানা গেল আসল 'কাহিনি'!

Last Updated:

Nadia News: তেহট্টের জিতপুরে এক কিশোরীর সঙ্গে নেদারল্যান্ডস নিবাসী এক যুবক এলেন দেখা করতে। তবে অনেকেই এই ঘটনার অনেক রকম অপপ্রচার করছেন বলে জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল সম্পূর্ণ সত্যি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: তেহট্টের জিতপুরে এক কিশোরীর সঙ্গে নেদারল্যান্ডস নিবাসী এক যুবক এলেন দেখা করতে। তবে অনেকেই এই ঘটনার অনেক রকম অপপ্রচার করছেন বলে জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল সম্পূর্ণ সত্যি! সূত্র মারফত জানা যায় ওই যুবকের সঙ্গে এর আগেই পরিচয় ছিল ওই কিশোরী এবং তাঁর পরিবারের সঙ্গে। তবে তাঁদের মধ্যে কোনও প্রণয় গঠিত সম্পর্ক ছিল কিনা তা জানা যায়নি।
তেহট্টের অজপাড়াগাঁয়ে হাজির এই বিদেশি পর্যটক
তেহট্টের অজপাড়াগাঁয়ে হাজির এই বিদেশি পর্যটক
advertisement

আচমকা একজন বিদেশি পর্যটককে নদিয়া জেলার এমন গণ্ডগ্রামে ঘোরাফেরা করতে দেখে অনেকেরই কৌতুহল হয়। এরপর অনেকেই তাঁকে দেখে জানতে চায় এখানে আসার কারণ, কিন্তু ভাষার সমস্যায় অনেকেই বুঝতে পারেনি তাঁর কথা। অনেকেই ধরে নিয়েছেন নাবালিকার সঙ্গে কোনও প্রণয়ঘটিত টানেই সে ছুটে এসেছে এই গ্রামে।

আরও পড়ুন: ট্রেনে কোন ‘ফল’ নিয়ে উঠলে হতে পারে ‘জেল’ জানেন…? শুনলেই চমকাবেন ‘নাম’!

advertisement

ডাকা হয় পুলিশকে। পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থল থেকে ওই বিদেশিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, এরপর থানায় আসে ওই নাবালিকা এবং তাঁর মা। থানাতেই তাঁদের আলাপ হয়। দেখা-সাক্ষাৎ করার পরে দুই পক্ষকেই ছেড়ে দেওয়া হয়।

View More

আরও পড়ুন: দুরন্ত এক্সপ্রেস ছুটছিল অন্ধকারে…! রাত তখন ২টো, আচমকা ‘Vaccum Break’, ঘুমন্ত যাত্রীদের সঙ্গে যা ঘটল, ঘাম ছুটল রেলকর্তাদের!

advertisement

পুলিশ সূত্রে খবর ওই একই দিনে কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত হয় তামান্না নামের এক নাবালিকা। সেই কারণে ওই ঘটনার রেশ যাতে এই স্থানে এসে না পড়ে সেই কারণে তেহট্ট থানার পুলিশ আগেভাগেই বিদেশি ওই যুবককে ফিরিয়ে দেন মায়াপুরে, কারণ প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে, ওই বিদেশি পর্যটক বিগত ১০ বছর ধরে মায়াপুরের নিবাসী।

advertisement

যেহেতু মেয়েটি নাবালিকা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সেই কারণে পুলিশ কিংবা স্থানীয় এলাকার কোনও বাসিন্দারাই এই বিষয়ে মুখ খুলতে চাননি। এছাড়াও মেয়েটি এখনও নাবালিকা বলে তাঁর ভবিষ্যতের কথা মাথায় রেখেই নাবালিকা মেয়েটির মাও এই বিষয়ে কোনও মন্তব্য অথবা পুলিশে অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তেহট্টের গণ্ডগ্রামে আচমকা বিদেশি আগন্তুক...! কী কারণে হাজির নেদারল্যান্ডের যুবক? জানা গেল আসল 'কাহিনি'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল