দুরন্ত এক্সপ্রেস ছুটছিল অন্ধকারে...! রাত তখন ২টো, আচমকা 'Vaccum Break', ঘুমন্ত যাত্রীদের সঙ্গে যা ঘটল, ঘাম ছুটল রেলকর্তাদের!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Duronto Express: রাত তখন দুটো। দিল্লি থেকে ভুবনেশ্বরগামী দুরন্ত এক্সপ্রেস ১২২৮২ ট্রেনটি ছুটছিল তুমুল স্পিডে। ঘুমোচ্ছিলেন যাত্রীরা বেশিরভাগই। ঠিক সেই সময় ট্রেনটি যখন পারাইয়া এবং কাষ্ঠ স্টেশনের মাঝামাঝি ছিল ঠিক সেই সময় আচমকা ভ্যাকিউম ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরের কিছুক্ষণ যা চলে তা শুনলে শিউরে উঠবেন। কী হয়েছিল সেই রাতে?
advertisement
advertisement
advertisement
advertisement
রাত তখন দুটো। দিল্লি থেকে ভুবনেশ্বরগামী দুরন্ত এক্সপ্রেস ১২২৮২ ট্রেনটি ছুটছিল তুমুল স্পিডে। ঘুমোচ্ছিলেন যাত্রীরা বেশিরভাগই। ঠিক সেই সময় ট্রেনটি যখন পারাইয়া এবং কাষ্ঠ স্টেশনের মাঝামাঝি ছিল ঠিক সেই সময় আচমকা ভ্যাকিউম ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরের কিছুক্ষণ যা চলে তা শুনলে শিউরে উঠবেন। কী হয়েছিল সেই রাতে?
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে অন্ধকারের মধ্যেই ট্রেনের পাঁচ বগিতে চরম লুঠপাট চালায় একদল দুষ্কৃতী। ভ্যাকিউম ব্রেক ব্যবহার করে ট্রেনটিকে দাঁড় করিয়ে রেখেই কাজ সাড়ে দুষ্কৃতীরা। কিছু অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত পাঁচটি কোচের প্রায় এক ডজন যাত্রীর মোবাইল ফোন, ল্যাপটপ, মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয় কিছু বুঝে ওঠার আগেই।
advertisement
advertisement
advertisement
তদন্তে জানা গিয়েছে চোরেরা ভ্যাকুয়াম ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে চুরির পরিকল্পনা বাস্তবায়িত করে। শুধু তাই নয়, ঘটনাটি ঘটানোর পর, তারা চেইন টেনে জঙ্গলের মাঝখানে ট্রেন থামিয়ে দেয়। এরপর মিশকালো অন্ধকারেই যাবতীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোখের পলকে। যাত্রীরা যখন জেগে ওঠে, তখন কারও মোবাইল তো কারও ল্যাপটপ, কারও ব্যাগ উধাও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement