TRENDING:

আদরের টুকটুকির অস্বাভাবিক মৃত্যু! গরুর ময়নাতদন্তের দাবিতে থানায় মালিক, অভিযোগ শুনে পুলিশ কী করল জানেন?

Last Updated:

টুকটুকিকে মারধর করে মেরে ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি গৃহস্থের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বছরখানেক আগে প্রকাশ্য রাস্তার উপর থেকে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল মা গাভী গরুকে এবার তারই সন্তান এঁড়ে গরু দু’দিনের জন্য ছিল নিখোঁজ! পোষ্য টুকটুকিকে মারধর করে মেরে ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি গৃহস্থের। সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানালেন গরুর মালিক।
advertisement

ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের হরিপুর স্ট্রীট, জয় নিতাই মোড় এলাকার। পোষ্য এঁড়ে গরুর পরিবারের অভিযোগ, তারা গৃহস্থ পরিবারের অন্তর্ভূক্ত। সেই মতো তাঁদের একটি এঁড়ে গরু আছে যার নাম টুকটুকি। দেখতে কালো রঙের। মাথার ওপর একটি সাদা তিলক আছে। সেই টুকটুকি গত ১৭ অগাস্ট তারিখে নিখোঁজ হয়ে যায়। এরপর বহু খোঁজ করেও টুকটুকির কোনও সন্ধান পাননি তারা। এমতাবস্থায় এলাকারই এক সহৃদয় ব্যক্তি জানান, তাদের টুকটুকি মারা গিয়েছে, তাকে কেউ ভাগাড়ে ফেলে দিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ রোগী মরতেই চিকিৎসককে ধরে বেধড়ক মার! মধ্যরাতে শান্তিপুর হাসপাতালে ‘তাণ্ডব’

পরিবারের দাবি, তাদের গরু হৃষ্টপুষ্ট, তরতাজা। গরু হঠাৎ করে কখনই মরতে পারে না। তাদের অভিযোগ, আক্রোশের বশে টুকটুকিকে পরিকল্পনা মাফিক পিটিয়ে খুন করা হয়েছে। তারপর তার দেহ ভাগাড়ে ফেলে দিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুগন্ধে ভরছে গ্রামবাংলা! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা
আরও দেখুন

দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছে পরিবার। তাদের দাবি, টুকটুকির মৃত্যুর সঠিক কারনের তদন্ত এবং তার দেহের ময়নাতদন্ত করা হোক। গরুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদরের টুকটুকির অস্বাভাবিক মৃত্যু! গরুর ময়নাতদন্তের দাবিতে থানায় মালিক, অভিযোগ শুনে পুলিশ কী করল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল