TRENDING:

Nadia News: বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল গাদা গাদা জাল নোট! টের পেতেই বিএসএফ-এর কড়া পদক্ষেপ, ভেস্তে গেল সব প্ল্যান

Last Updated:

Nadia News: বাংলাদেশ দিক থেকে দুই সন্দেহভাজন পাচারকারী ভারতীয় সীমান্তের দিকে এগোচ্ছিল। তাদের সঙ্গে ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা সহযোগীদের যোগাযোগের চেষ্টা লক্ষ্য করা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝোরপাড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: বিএসএফের অভিযানে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ভেস্তে গেল, উদ্ধার ৩.০৮ লক্ষ টাকার জাল নোট। নদিয়ার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিন ভোরবেলা ১৯৪-তম ব্যাটালিয়নের জওয়ানরা একটি বিশেষ অভিযানে মোট ৩ লক্ষ ৮ হাজার টাকার জাল ভারতীয় টাকা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নোটের সংখ্যা ৬১৬টি সবকটিই ছিল ৫০০ টাকার জাল নোট।
বিএসএফ
বিএসএফ
advertisement

বিএসএফ সূত্রে জানা গেছে, ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানরা এদিন সকাল সাড়ে ছটা নাগাদ ইছামতি নদীর ধারে টহলদারি করার সময় কিছু সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেন। বাংলাদেশ দিক থেকে দুই সন্দেহভাজন পাচারকারী ভারতীয় সীমান্তের দিকে এগোচ্ছিল। তাদের সঙ্গে ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা সহযোগীদের যোগাযোগের চেষ্টা লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে জওয়ানরা সতর্ক সংকেত দিয়ে ঘটনাস্থলের দিকে দৌড়ে যান।

advertisement

আরও পড়ুন: নদিয়ার ‘ভ্যালি অফ ফ্লাওয়ার’ রানাঘাটের ধানতলা! বিদেশেও রফতানি এখানকার ফুল, তবে এখন বেড়েছে সমস্যা

View More

জওয়ানদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘন জঙ্গল এবং ইছামতি নদীকে আড়াল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে জওয়ানরা একটি সন্দেহজনক প্যাকেট উদ্ধার করেন। প্যাকেট খুলতেই সামনে আসে বিপুল পরিমাণ জাল মুদ্রা। সব নোটই যে সম্পূর্ণ জাল, তা প্রাথমিক তদন্তেই নিশ্চিত হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের কোটাসুর গ্রামের অজানা ইতিহাস,গ্রামের নামে উৎপত্তির সঙ্গে জড়িয়ে রোমাঞ্চকর কাহিনি
আরও দেখুন

বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, “জাল মুদ্রা পাচার দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা কোনওভাবেই দেশের ক্ষতিতে এমন কার্যকলাপ হতে দেব না।” বিএসএফের এই সফল অভিযান সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা জাল নোট চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে বড় বার্তা বলেই মনে করছে প্রশাসনের একাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল গাদা গাদা জাল নোট! টের পেতেই বিএসএফ-এর কড়া পদক্ষেপ, ভেস্তে গেল সব প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল