তবে এ বছর পরিস্থিতি ভিন্ন। শীত এলেও প্রত্যাশা অনুযায়ি ফুল উৎপাদন হচ্ছে না। মরশুমের শুরু থেকেই অস্বাভাবিক বৃষ্টিপাতে নিচু জমিগুলিতে ব্যাপক জলজমে গেছে। এর ফলে অনেক ক্ষেতেই চারা নষ্ট হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে পরিপূর্ণ গাছেও। বিশেষ করে রজনীগন্ধা, গোলাপ ও গাঁদার মতো সংবেদনশীল জাতের ফুলের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন চাষিরা।
advertisement
যেখানে উঁচু জমিতে কিছুটা হলেও স্বাভাবিক চাষ হচ্ছে, সেখানে নিচু জমির চাষিরা কার্যত চরম সংকটে। অনেকেই ধার দেনা করে চাষ করেছিলেন, কিন্তু জলবন্দি পরিস্থিতির কারণে সেই চাষ রক্ষা করা যায়নি। ফুলের বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত জোগান দিতে না পারায় দাম বাড়ছে, যা ক্ষতিগ্রস্ত চাষিদের সাময়িক স্বস্তি দিলেও সামগ্রিক উৎপাদন ঘাটতি তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফুলচাষ নির্ভর ধানতলার অর্থনীতি তাই বড় সংকটে পড়েছে। চাষিদের দাবি, দ্রুত জলনিকাশীর ব্যবস্থা ও সরকারিভাবে সহায়তা না পেলে আগামী মরশুমে অনেকেই চাষ করতে পারবেন না।





