অভিযোগকারী তাপস ঘোষ জানান, নবদ্বীপ মহাশ্মশানে শবদাহ দাহ করতে যে পরিমাণ টাকার রসিদ শশ্মান কর্তৃপক্ষ দেয় তার থেকে অতিরিক্ত ৬০ টাকা করে নেয়, যার কোনও রসিদ দেওয়া হয় না। এই অতিরিক্ত ৬০ টাকা কেন নেওয়া হচ্ছে সেটি শ্মশান কর্তৃপক্ষকে জানতে চাইলে তাকে জানান হয়, এই অতিরিক্ত টাকা পৌরসভা থেকে তাদের আদায় করতে বলা হয়েছে, কারণ শবদাহ কাজে যে কলসি-সহ আনুষাঙ্গিক সরঞ্জাম লাগে এটি তার টাকা। এরপরেই অভিযোগকারীরা নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
advertisement
যদিও এই ঘটনা প্রসঙ্গে নবদ্বীপের পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা জানান, “কোনও সময়ই অতিরিক্ত পয়সা নেওয়া হয় না, যেটা রেট রয়েছে সেই টাকাই নেওয়া হয়। তবে শ্মশান যাত্রীদের থেকে ডোমেরা বেশ কিছু অতিরিক্ত অর্থ চেয়ে থাকেন। বিচ্ছিন্নভাবে শ্মশান যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা না নেওয়ার কারণেই একটা টাকা আমরা বেঁধে দিয়েছি যারা কাজ করবে তারা ৬০ টাকা করে পাবে। যদি ডোমের প্রয়োজন না হয় কারও তাহলে এই ৬০ টাকা লাগবে না”।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই নবদ্বীপ মহাশ্মশানের এই অতিরিক্ত ৬০ টাকা নিয়ে চাপানোতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।






