TRENDING:

Nadia News: রসিদ ছাড়াই বাড়তি টাকা আদায়, পৌরসভার নির্দেশেই নাকি যত কাণ্ড! নবদ্বীপ মহাশ্মশানের বিরুদ্ধে অভিযোগ গুরুতর

Last Updated:

Nadia News: রসিদ ছাড়াই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে নবদ্বীপ মহাশ্মশানে! প্রতিবাদে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ। অভিযোগ অস্বীকার পৌর কর্তৃপক্ষের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: রসিদ ছাড়াই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে নবদ্বীপ মহাশ্মশানে! প্রতিবাদে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ। নবদ্বীপ পৌরসভার তত্ত্বাবধানে, নবদ্বীপ মহাশ্মশানে শবদাহ করতে বহু শ্মশান যাত্রীরা এখানে আসেন। বিশেষ করে শীতকালে নবদ্বীপ মহাশ্মশানে দেহ সৎকারের চাপ থাকে যথেষ্ট পরিমাণে। এরই মাঝে এক গুরুতর অভিযোগ উঠল শ্মশান কর্তৃপক্ষর বিরুদ্ধে! রসিদ ছাড়াই নবদ্বীপ শ্মশান কর্তৃপক্ষ নিচ্ছে অতিরিক্ত অর্থ!
নবদ্বীপ মহাশ্মশান
নবদ্বীপ মহাশ্মশান
advertisement

অভিযোগকারী তাপস ঘোষ জানান, নবদ্বীপ মহাশ্মশানে শবদাহ দাহ করতে যে পরিমাণ টাকার রসিদ শশ্মান কর্তৃপক্ষ দেয় তার থেকে অতিরিক্ত ৬০ টাকা করে নেয়, যার কোনও রসিদ দেওয়া হয় না। এই অতিরিক্ত ৬০ টাকা কেন নেওয়া হচ্ছে সেটি শ্মশান কর্তৃপক্ষকে জানতে চাইলে তাকে জানান হয়, এই অতিরিক্ত টাকা পৌরসভা থেকে তাদের আদায় করতে বলা হয়েছে, কারণ শবদাহ কাজে যে কলসি-সহ আনুষাঙ্গিক সরঞ্জাম লাগে এটি তার টাকা। এরপরেই অভিযোগকারীরা নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

advertisement

আরও পড়ুন: সামান্য বেতনে চলে না সংসার, শিক্ষকতার পাশাপাশি গাইছেন গান, বিক্রি করছেন কাপড়! পূর্ব মেদিনীপুরের শিক্ষকের লড়াইকে স্যালুট জানাচ্ছেন সবাই

View More

যদিও এই ঘটনা প্রসঙ্গে নবদ্বীপের পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা জানান, “কোনও সময়ই অতিরিক্ত পয়সা নেওয়া হয় না, যেটা রেট রয়েছে সেই টাকাই নেওয়া হয়। তবে শ্মশান যাত্রীদের থেকে ডোমেরা বেশ কিছু অতিরিক্ত অর্থ চেয়ে থাকেন। বিচ্ছিন্নভাবে শ্মশান যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা না নেওয়ার কারণেই একটা টাকা আমরা বেঁধে দিয়েছি যারা কাজ করবে তারা ৬০ টাকা করে পাবে। যদি ডোমের প্রয়োজন না হয় কারও তাহলে এই ৬০ টাকা লাগবে না”।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার মাটিতেই তৈরি হবে দেশের সেরা হারমোনিয়াম! স্বপ্ন কঠিন হলেও দমে যান নি শান্তিরাম
আরও দেখুন

ইতিমধ্যেই নবদ্বীপ মহাশ্মশানের এই অতিরিক্ত ৬০ টাকা নিয়ে চাপানোতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রসিদ ছাড়াই বাড়তি টাকা আদায়, পৌরসভার নির্দেশেই নাকি যত কাণ্ড! নবদ্বীপ মহাশ্মশানের বিরুদ্ধে অভিযোগ গুরুতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল