বড়িদেন থিকথিকে ভিড় ছিল মায়াপুরেও। পর্যটকদের ভিড়ে কার্যত তিল ধারণের জায়গা ছিল না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এসেছিলেন মানুষ। ফেস্টিভ মুডে আট থেকে আশি, সকলেই গা ভাসিয়েছেন। সঙ্গে ছিল দেদার খাওয়াদাওয়া আর হৈ-হুল্লোড়। এছাড়াও জেলার বিভিন্ন পরিচিত প্রযটনস্থলে দেখা গিয়েছে পর্যটকদের ভিড়।
advertisement
উল্লেখযোগ্যভাবে, নবদ্বীপের কোলের ডাঙ্গা সারস্বত মঠেও দেখা গেল উপচে পরা ভিড়। এই মন্দিরে পর্যটকদের মনোরঞ্জনের জন্য হরিণ, খরগোশ, ফুলের বাগান ও জলের মাঝে রাধামাধবের মন্দিরসহ বিভিন্ন আকর্ষণ। খুব স্বাভাবিকভাবেই এই এলাকা পর্যটকদের মন কেড়ে নেয়। তাই শীতের পিকনিত জমে উঠেছিল এখানে।
আরও পড়ুন: শ্রাদ্ধ বাড়ির একপ্লেট খাবারেই সব ওলটপালট! পেট খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৫০! ঘরে ঘরে আতঙ্ক
প্রসঙ্গত, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রার পারদ যেমন নেমেছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে মানুষের হিড়িক। বছরের শেষ লগ্নে মানুষর ভিড় যে হবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন প্রশাসনের আধিকারিকরা। তাই উৎসবের দিনগুলিতে যাতে সাধারণ মানুষ ও পর্যটকদের কোনও অসুবিধা না হয়, তারজন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছিল।
