জানা গিয়েছে, এদিন সকালে হাতিশালা মাঠপাড়ায় জলঙ্গী নদীতে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু উদ্ধার হওয়া দেহটি কার, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। কীভাবে দেহটি ভেসে সেই বিষয়টি নিয়েও রয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন: মডেলিংয়ে কেরিয়ার গড়ার বিরাট সুযোগ, অপেক্ষা করছে অঢেল আয়! স্বপ্নপূরণের ঠিকানা এবার পুরুলিয়া
advertisement
অন্যদিকে দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভেসে আসা দেহটি কার, বা কোথায় বাড়ি ইত্যাদি জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এছাড়াও দেহে কোনও আঘাত বা ক্ষতচিহ্ন রয়েছে কিনা, সেই বিষয়গুলিও দেখা হচ্ছে।
আরও পড়ুন: কঠিন রোগে ‘এইসব’ গাছ কাজ করবে ম্যাজিকের মতো, হাসপাতালের সামনে বিরাট বাগান! মথুরাপুরে নতুন চমক
তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা কিছুটা আতঙ্কে রয়েছেন। যাঁরা প্রথমে দেহটি ভেসে আসতে দেখতে পান, তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তি কী দুর্ঘটনাবশত নদীতে পড়ে গিয়েছিলেন, নাকি কেউ দেহটি জলে ভাসিয়ে দিয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। একইসঙ্গে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
