শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, ২০২১ শিক্ষাবর্ষে বিভিন্ন রকম নাচ-গান, অভিনয়, আবৃত্তি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিষয়, অটোমোবাইল, হোটেল ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ফিল্ম মেকিং-সহ একাধিক পেশাভিত্তিক পড়াশোনা অন্তর্ভুক্ত হয়েছে। ইদানীং জীবন জীবিকা নির্বাহের জন্য পড়াশোনার ধরনও বদলেছে। অল্প পুঁজির মধ্যেই ছাত্র-ছাত্রীরা কোন বিষয় নিয়ে পড়বেন, সেই হদিশ মিলেছে এই শিক্ষা মেলায়। এহেন আয়োজনে খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরাও।
advertisement
শিক্ষা মেলার আয়োজক সংস্থা ‘পূর্ণিমা মিলনী’র পক্ষ থেকে জানানো হয়েছে, ” প্রতিবছর প্রতিষ্ঠা দিবস পালনে একটি বিশেষ চমক থাকে। এ’বছর তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষামেলার আয়োজন করা হয়। এই উদ্যোগ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই শিক্ষা মেলায় আসা ছাত্র-ছাত্রীরা জানাচ্ছেন, ” আজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে গোটা বিষয়টি ঘুরে দেখেছি, আগামিকাল অভিভাবকদের নিয়ে আসবে।”
Mainak Debnath





