তবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে শান্তিপুরের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে একটি সেভ ড্রাইভ সেভ লাইফ এর মত সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও ব্যবসায়ী সমাজের প্রাক্তন খেলোয়াড়দের নিয়েও একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় ফাইনাল ম্যাচ খেলার আগে।
আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
advertisement
পিংক প্যান্থার বনাম মহারাজাস মুখোমুখি দুটি দল ফাইনাল ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে চলেছে। রয়েছে উইনারস এবং রানার্স ট্রফি।তবে ফাইনাল ম্যাচের পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে যে সচেতনতার বার্তা নিয়ে উদ্বোধনী ম্যাচ খেলার আয়োজন করেছেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ তাতে যথেষ্টই খুশি বুদ্ধিজীবীরা।
আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!
এর আগেও শান্তিপুর ব্যবসায়ী সমাজ সমাজ সচেতনতার বার্তা নিয়ে একাধিক কর্মসূচির আয়োজন করেছেন এবং এটি তাদের ২৫-তম খেলা বলে জানান খেলার অন্যতম এক সদস্য।
Mainak Debnath