সূত্রের খবর, সগুনা ফরেস্ট এলাকার কাছের একটি নির্জন স্থানে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা রেশন বোঝাই ট্রাক আটক করে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি রাস্তার ধারে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েক বস্তা সরকারি চাল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
advertisement
জানা যায়, কল্যাণী এফসিআই গুদাম থেকে বেরোনো ওই ট্রাকটি পেট্রোল পাম্পের সংলগ্ন নির্জন জায়গায় দাঁড় করানো ছিল। সেখানেই ট্রাক থেকে একের পর এক রেশনের চালের বস্তা নামানো হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান, ওই বস্তাগুলি আলাদা করে সরিয়ে নিয়ে পাচার করার পরিকল্পনা ছিল। এই দৃশ্য স্থানীয়দের চোখে পড়তেই খবর যায় পুলিশে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। উদ্ধার করে ট্রাক থেকে নামানো বেশ কয়েক বস্তা রেশন চাল। ট্রাকটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক ও তার সহযোগী দু’জনেই পালিয়ে যায় বলে অভিযোগ। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর রেশন চাল পাচারের পিছনে কোনও বড় চক্র সক্রিয় কিনা, এবং ট্রাকটির নির্দিষ্ট গন্তব্য কোথায় ছিল তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। এফসিআই গুদাম থেকে চাল লোডিংয়ের নথি, গাড়ির রুট ম্যাপ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কল্যাণী জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।






