Rabies Death: সচেতনতার অভাব! জলাতঙ্কে ছটফট করে মারা গেলেন পুরুলিয়ার বাসিন্দা, সঠিক সময়ে চিকিৎসা করলে এমন দিন দেখতে হত না

Last Updated:

Purulia Rabies Death: কুকুর কামড়ে জলাতঙ্ক। সঠিক সময়ে চিকিৎসা না করায় ছটফট করে প্রাণ গেল পুরুলিয়ার বাসিন্দার।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় জলাতঙ্কে মৃত্যু

বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মারাত্মক একটি রোগ হল জলাতঙ্ক। এই রোগ প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। সঠিক সময়ে যদি চিকিৎসা না করা হয় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এমনই ঘটনা ঘটল পুরুলিয়ার বরাবাজারে। প্রায় ৩ থেকে ৪ মাস আগে বরাবাজার থানার গিদিঘাটি গ্রামের বছর ৪০-এর রামকানাই সিং সর্দার নামে এক ব্যক্তিকে কুকুরে কামড়ায়। তিনি ও তার পরিবার পুরো বিষয়টি গোপন রাখেন। চলতি মাসে তার শরীরে উপসর্গ দেখা যেতেই তাকে ভর্তি করা হয় বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
চিকিৎসক পরীক্ষা করে বুঝতে পারেন, ওই ব্যক্তি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছেন। খবর চাউর হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর পরিজনেরাও আতঙ্কিত হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দু’বার পালিয়ে যান রামকানাই। থানায় খবর গেলে পুলিশ প্রশাসন ওই ব্যক্তিকে বরাবাজার ব্লক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ফের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বরাবাজার থানার পুলিশ হাসপাতালেই পাহারার ব্যবস্থা করে।
advertisement
আরও পড়ুনঃ শান্তিপুর হাসপাতালে চালু হচ্ছে ক্যান্টিন, রোগী পরিজনদের সুবিধার্থে পৌরসভার দারুণ উদ্যোগ, ন্যূনতম দামে মিলবে সুস্বাদু খাবার
পরে তাকে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মায়ের সঙ্গে পালিয়ে যান তিনি। একটি বেসরকারি বাসে করে বাড়ির পথে রওনা দেন ওই ব্যক্তি। মুদিডি গ্রামের কাছে বাসের মধ্যে ওই ব্যক্তি বৃদ্ধা মায়ের কাছে ছটফট করতে করতে মারা যান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলাভবনে ফিরছে গৌরী ভঞ্জ, যমুনা সেনদের ঐতিহ্য! বিশ্বভারতীর কয়েক দশকের শূন্যতা মুছছেন শিক্ষিকারা
এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা বলেন, কয়েক মাস আগেই রামকানাইকে কুকুরে কামড়ে ছিল। কিন্তু সেই সময় তার কোনও চিকিৎসা হয়নি। পরবর্তীতে তার অতিরিক্ত জ্বর হয় ও জলাতঙ্কের নানান উপসর্গ দেখতে পাওয়া যায়। সেই সময় বরাবাজার স্বাস্থ্য কেন্দ্র ও পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু বারংবার সেখান থেকে পালানোর চেষ্টা করে। অবশেষে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পালানোর সময় বাসের মধ্যেই মৃত্যু হয় তার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে বরাবাজারের বিএমওএইচ ড.শুভাশিস মুদি বলেন, ওই ব্যক্তি তাদের হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। ওনার যা উপসর্গ ছিল তা জলাতঙ্কের মতোই। উনি চিকিৎসাধীন অবস্থায় বারবার হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছিলেন। রাস্তাতে বাসের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rabies Death: সচেতনতার অভাব! জলাতঙ্কে ছটফট করে মারা গেলেন পুরুলিয়ার বাসিন্দা, সঠিক সময়ে চিকিৎসা করলে এমন দিন দেখতে হত না
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement