শুধু স্বেচ্ছা শ্রমই নয়, রীতিমত বিঘা প্রতি ১০০ টাকা ধার্য করে এলাকার প্রায় দেড় শতাধিক কৃষক ভাড়া করেছেন জেসিবি মেশিন। লাগাতার সাত দিন ধরে এভাবেই ১২ ফুট চওড়া প্রায় পাঁচ কিলোমিটার লম্বা এই রাস্তার মাটি ফেলা হয়েছে, নদিয়ার গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে। কৃষকদের দাবি এত বড় রাস্তা ইট কিংবা পিচ করার সামর্থ তাদের নেই তবে সরকারি কাজে কিছুটা সহযোগিতা করে যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করানো যায় তাই এই উদ্যোগ।
advertisement
এখানে কাজের নেই ভেদাভেদ তীব্র এই গরমের মধ্যেও কৃষকরা তাদের নিজেদের চাষের জমি সামলানোর ফাঁকেই নিজেদের তাগিদে এসে দিয়ে যাচ্ছেন শ্রম মাঠ থেকে ফেরার পথে এক দু’ঘণ্টা তো বটেই বাড়ির মহিলারাও হাত লাগিয়েছেন এ কাজে। মাটি ফেলার কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখন চাতক পাখির মত সরকারি সহযোগিতার প্রতীক্ষায় রয়েছেন তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার পঞ্চায়েত সদস্য মহম্মদ কামাল হোসেন শেখ জানাচ্ছেন, কৃষকদের এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগলিক সমস্যার কারণে সরকারি বিভিন্ন পরিষেবা সুযোগ সুবিধা থেকে ব্রাত্য থাকা এই গ্রাম এখন অবশ্য অনেকটাই উন্নত হয়েছে। তবে সাধারণ কৃষকরা অবশ্য এই রাজনৈতিক বিতর্ক চান না তারা জানাচ্ছেন, রাজ্য হোক কিংবা কেন্দ্র এত সংখ্যক কৃষকের অত্যন্ত প্রয়োজনীয় এই রাস্তা পাকা করতে অবিলম্বে মিলুক সরকারি সহযোগিতা।
Mainak Debnath