TRENDING:

Nadia News: বিঘা প্রতি ১০০ টাকা...! তাতেই কামাল গ্রামবাসীদের, পুরোটা দেখলে আপনিও স্যালুট জানাবেন

Last Updated:

Nadia News: শুধু স্বেচ্ছা শ্রমই নয়, রীতিমত বিঘা প্রতি ১০০ টাকা ধার্য করে এলাকার প্রায় দেড় শতাধিক কৃষক ভাড়া করেছেন জেসিবি মেশিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গয়েশপুর: দীর্ঘদিন অবহেলিত কৃষিজমি কিংবা গ্রামের মাঠে যাওয়ার প্রধান রাস্তা! যখন যে রাজনৈতিক দলের প্রতিনিধি হয়েছেন তিনি দেখব, দেখছি, উপর মহলে জানান হয়েছে এ কথা আর শোনার ধৈর্য নেই তাদের। অগ্নিমূল্য সার, ওষুধ, কীটনাশকে খরচ করার পর রোদ, জল, ঝড়ে অক্লান্ত পরিশ্রমের সোনালী ফসল মাঠ থেকে বাড়িতে পৌঁছনো দুরূহ হয়ে উঠেছে শুধুমাত্র রাস্তার কারণে। বর্ষাকালে প্রায় এক কোমর কাদা হয়ে গিয়ে ফসল পরিবহনের গবাদি পশু মারা গিয়েছে। হাত পা ভেঙেছে অনেক কৃষকের, পরবর্তীতে ট্রাক্টর ভাড়া করা হলেও খরচের সঙ্গে বেড়েছে বিপদের ঝুঁকিও। সেই রাস্তার উপর নির্ভরশীল দু’তিনটি গ্রামের কৃষিজীবী পরিবার। তাই অভিমান থাকলেও অভিযোগ না করে বাধ্য হয়েই নিজেরাই হাত লাগিয়েছে রাস্তার কাজে।
advertisement

শুধু স্বেচ্ছা শ্রমই নয়, রীতিমত বিঘা প্রতি ১০০ টাকা ধার্য করে এলাকার প্রায় দেড় শতাধিক কৃষক ভাড়া করেছেন জেসিবি মেশিন। লাগাতার সাত দিন ধরে এভাবেই ১২ ফুট চওড়া প্রায় পাঁচ কিলোমিটার লম্বা এই রাস্তার মাটি ফেলা হয়েছে, নদিয়ার গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে।  কৃষকদের দাবি এত বড় রাস্তা ইট কিংবা পিচ করার সামর্থ তাদের নেই তবে সরকারি কাজে কিছুটা সহযোগিতা করে যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করানো যায় তাই এই উদ্যোগ।

advertisement

আরও পড়ুন: এবার স্যাট করে হবে যাতায়াত! ৪ কোটি টাকায় প্রথম পেপার ব্লকের রাস্তা, মান্ধাতার আমলের সমস্যা দূর হতেই মুখে হাসি শান্তিপুরবাসীর

এখানে কাজের নেই ভেদাভেদ তীব্র এই গরমের মধ্যেও কৃষকরা তাদের নিজেদের চাষের জমি সামলানোর ফাঁকেই নিজেদের তাগিদে এসে দিয়ে যাচ্ছেন শ্রম মাঠ থেকে ফেরার পথে এক দু’ঘণ্টা তো বটেই বাড়ির মহিলারাও হাত লাগিয়েছেন এ কাজে। মাটি ফেলার কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখন চাতক পাখির মত সরকারি সহযোগিতার প্রতীক্ষায় রয়েছেন তারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এলাকার পঞ্চায়েত সদস্য মহম্মদ কামাল হোসেন শেখ জানাচ্ছেন, কৃষকদের এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগলিক সমস্যার কারণে সরকারি বিভিন্ন পরিষেবা সুযোগ সুবিধা থেকে ব্রাত্য থাকা এই গ্রাম এখন অবশ্য অনেকটাই উন্নত হয়েছে। তবে সাধারণ কৃষকরা অবশ্য এই রাজনৈতিক বিতর্ক চান না তারা জানাচ্ছেন, রাজ্য হোক কিংবা কেন্দ্র এত সংখ্যক কৃষকের অত্যন্ত প্রয়োজনীয় এই রাস্তা পাকা করতে অবিলম্বে মিলুক সরকারি সহযোগিতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Mainak Debnath 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বিঘা প্রতি ১০০ টাকা...! তাতেই কামাল গ্রামবাসীদের, পুরোটা দেখলে আপনিও স্যালুট জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল