Nadia News: এবার স্যাট করে হবে যাতায়াত! ৪ কোটি টাকায় প্রথম পেপার ব্লকের রাস্তা, মান্ধাতার আমলের সমস্যা দূর হতেই মুখে হাসি শান্তিপুরবাসীর

Last Updated:

Nadia News: প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরে সর্বপ্রথম হল সুদীর্ঘ পেপার ব্লকের রাস্তা। সাধারণ মানুষ জানাচ্ছেন যত রাস্তা খারাপ ছিল তার থেকে শতগুনে ভাল রাস্তা হয়েছে

+
তৈরি

তৈরি করা হল পেপার ব্লক দিয়ে রাস্তা

শান্তিপুর: প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরে সর্বপ্রথম হল সুদীর্ঘ পেপার ব্লকের রাস্তা। বিগত বেশ কয়েক বছর যাবৎ নদিয়ার শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন শান্তিপুর কালিতলা থেকে গুপ্তিপাড়া ঘাট পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা ছিল। ভাগীরথী পেরিয়ে হুগলি জেলার মাধ্যমে অন্যান্য জেলার যোগাযোগ সমন্বয়কারী এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন মানুষজন যাতায়াত করেন ঠিক তেমনই মালপত্র পারাপার হয়। বর্ষা এলে রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হত। দীর্ঘদিন এলাকাবাসীর দাবি ছিল একটি উন্নত রাস্তা এই জায়গায় করা হোক।
সাধারণ মানুষের দাবি এবং তাদের সুবিধার্থে এবার নদিয়ার শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী যৌথভাবে উদ্যোগ নিয়ে এই রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ শুরু করেন। প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরে সর্বপ্রথম পেপার ব্লকের রাস্তা তৈরি হয়েছে আর তাতেই এখন সাধারণ মানুষ যথেষ্টই খুশি।
advertisement
advertisement
সাধারণ মানুষ জানাচ্ছেন, যা রাস্তা খারাপ ছিল তার থেকে শতগুণে ভাল রাস্তা হয়েছে। অপরদিকে স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন, বিধায়ক এবং পৌরপতি যৌথ উদ্যোগ নিয়ে এই রাস্তা তৈরি করাতে এখন যথেষ্ট খুশি সাধারণ মানুষ। বিধায়ক এবং পৌরপিতাকে এ বিষয়ে ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি। অপরদিকে স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী এবং এলাকার টোটো চালকরাও রাস্তা সম্প্রসারণ হওয়াতে যথেষ্টই খুশি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তার উন্নয়ন হোক সেক্ষেত্রে মানুষের দাবি মেনে পিডব্লুডির সঙ্গে আলোচনা করে চার কোটি টাকা ব্যয় করে এই রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে এবং শান্তিপুরের সর্বপ্রথম পেপার ব্লক দিয়ে রাস্তা করা হয়েছে। এতে করে রাস্তার টেকসই হবে বেশি এবং যেহেতু বন্যা কবলিত এলাকা তাতে রাস্তা ক্ষতিও কম হবে। তবে দীর্ঘদিনের দুর্ভোগ দশা থেকে মুক্তি পেয়ে এখন খুশির হাসি এলাকাবাসীর মুখে।
advertisement
Mainak Debnath 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: এবার স্যাট করে হবে যাতায়াত! ৪ কোটি টাকায় প্রথম পেপার ব্লকের রাস্তা, মান্ধাতার আমলের সমস্যা দূর হতেই মুখে হাসি শান্তিপুরবাসীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement