TRENDING:

Krishnanagar Buri Maa: এবার আরও সহজে হবে কৃষ্ণনগরের 'জাগ্রত' বুড়িমা দর্শন! জগদ্ধাত্রী পুজোর আগে বড় উপহার নিয়ে হাজির পুরসভা

Last Updated:

জগদ্ধাত্রী পুজোর আগে কৃষ্ণনগর পুরসভার বিশেষ উপহার, বুড়িমার দর্শন হবে আরও সহজে! জানুন কী সেই উপহার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: দীর্ঘদিন ধরে মা বুড়িমার মন্দিরের রাস্তার বেহাল দশা! জগদ্ধাত্রী পুজোর আগে কৃষ্ণনগর পুরসভার বিশেষ উপহার, বুড়িমার দর্শন হবে আরও সহজে, তৈরি করা হচ্ছে নতুন রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল ছিল রাস্তা। একাধিক বার জানানো হলেও সুরাহা মিলছিল না। তবে জগদ্ধাত্রী পুজোর আগে এলাকাবাসীর মুখে হাসি ফোটাল কৃষ্ণনগর পৌরসভা।
কৃষ্ণনগরের 'জাগ্রত' বুড়িমা
কৃষ্ণনগরের 'জাগ্রত' বুড়িমা
advertisement

এদিন নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার চাষাপাড়া এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করল পৌরসভা। নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার চাষাপাড়া এলাকা জগৎ বিখ্যাত জাগ্রত জগদ্ধাত্রী মাতা বুড়িমায়ের জন্য। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই পুজোয়। শুধু তাই নয় এই এলাকায় মায়ের মন্দিরের সামনের রাস্তাটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। প্রতিদিন একাধিক যানবাহন এবং মানুষের যাতায়াত এই রাস্তায়। শহরের বাসস্ট্যান্ডগুলিতে যাওয়ার ক্ষেত্রেও এই রাস্তায় জন মানুষের সমাগম হয়। এর আগে দীর্ঘ কয়েক বছর যাবৎ পৌরসভাকে বলেও কোনও কাজ পাকাপোক্ত ভাবে হচ্ছিল না বলে জানান এলাকাবাসী।

advertisement

আরও পড়ুন: শব্দবাজি উদ্ধারে নিয়ম মানছে না পুলিশ? নবদ্বীপে ভয়ঙ্কর অভিযোগ! আইন দেখিয়ে কড়া হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির

তবে জগৎ বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর আগে নতুন করে রাস্তা তৈরিতে এখন হাসি ফুটেছে এলাকাবাসীর মুখে। বুড়িমা পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, সত্যিই তারা এবং এলাকাবাসী এই উদ্যোগে খুশি। এর আগে এলাকাগতভাবে পৌরসভায় পিটিশন জমা দেওয়া হয়েছিল। পৌরসভা সেই দিক বিচার করে নতুন রাস্তা করে দেওয়ায় যথেষ্ট উপকার হয়েছে। তবে এবার দর্শনার্থীদের আসা এবং পুজোর শোভাযাত্রা নিয়ে কোনও সমস্যা থাকবে না। পৌরসভাকে এই কাজের জন্য ধন্যবাদও জানিয়েছেন তারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বুড়িমার পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ জানান, “দীর্ঘদিন ধরে আমাদের এই সমস্যা ছিল। বুড়িমার পুজো দেখতে বহুদূরান্ত থেকে মানুষ আসেন। রাস্তা খারাপের কারণে অনেক সময় তাদের দুর্ঘটনার স্বীকার হতে হয়, এমনকি প্রতিমা নিরঞ্জনের সময়তেও বেহারাদের বেগ পেতে হয়। এর আগে আমরা লিখিতভাবে কৃষ্ণনগর পৌরসভায় অনুরোধ জানিয়েছিলাম রাস্তাটি সংস্কার করার জন্য। অবশেষে আমাদের সেই আবেদন কৃষ্ণনগর পৌরসভা শুনেছে। তাতে আমরা খুবই খুশি। আশা করব এবার পুজোর সময় কোনও বাধা-বিপত্তি ঘটবে না”।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Buri Maa: এবার আরও সহজে হবে কৃষ্ণনগরের 'জাগ্রত' বুড়িমা দর্শন! জগদ্ধাত্রী পুজোর আগে বড় উপহার নিয়ে হাজির পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল