দীপাবলির আগে বড় সাফল্য নবদ্বীপ পুলিশের! অতর্কিত হানায় উদ্ধার করল 'এইসব' জিনিস, গ্রেফতার ১

Last Updated:

দীপাবলীর আগেই বিপুলসংখ্যক নিষিদ্ধ বাজি উদ্ধার নবদ্বীপ পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন বাজার এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি এবং আটক করা ব্যক্তি
উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি এবং আটক করা ব্যক্তি
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: দীপাবলীর আগেই বিপুলসংখ্যক নিষিদ্ধ বাজি উদ্ধার নবদ্বীপ পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন বাজার এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সূত্রে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন স্বরূপগঞ্জ বাজার সংলগ্ন এলাকার একটি দোকানে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির খবর পায়। এরপরেই ওই দোকানে অতর্কিতে পুলিশ হানা দেয় এবং উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। এরপর দোকান থেকে সমস্ত নিষিদ্ধ বাজি উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর ধৃত কালিপদ দত্তর দোকান থেকে ২৫৬ প্যাকেট শব্দবাজি যা আনুমানিক ৩৫ কেজি আটক করা হয়েছে।
এলাকার বাজার কমিটির সদস্য শঙ্কর বর্মন জানান, “গৌতম বাবু আমাদের স্থানীয় ব্যবসায়ী এবং খুবই ভদ্র প্রকৃতির মানুষ। কোনও প্রকার ঝামেলা অশান্তিতে উনি কখনওই যান না। আজকে সন্ধ্যেবেলায় আমরা শুনতে পেলাম উনার এখানে পুলিশ এসেছে এবং কিছু নিষিদ্ধ বাজি পাওয়া গিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর পেয়েই আমরা স্থানীয় লোকেরা ছুটে এসেছি।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “এসে দেখলাম অধিকাংশ যেই বাজিগুলো সেগুলো শব্দবাজির যে সীমা ৬৫ ডিসিবেল তার নিচে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসন যারা এসেছেন তাদেরকে অনুরোধ করলাম আপনাদের ৬৫ ডেসিবেলের ওপরে যেই শব্দবাজিগুলো রয়েছে আপনারা সেগুলোও বাজেয়াপ্ত করুন। তাতে আমাদের স্থানীয় মানুষের কোনও আপত্তি নেই। কিন্তু ৬৫ ডেসিবেলের নিচে যেগুলো সরকার দ্বারা অনুমোদিত এবং যার পারমিশন দেওয়া হয়েছে সরকার থেকে সেগুলো কিন্তু আপনারা বাজেয়াপ্ত করবেন না। এটাই আপনাদের কাছে অনুরোধ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর পাশাপাশি তিনি আরও জানান, “যদি তারা ৬৫ ডিসেবেলের নিচে যে সমস্ত বাজি আছে সেগুলি বাজেয়াপ্ত করে তাহলে আমরা থানায় গিয়ে আইন অনুসারে আমরা কথা বলব এবং যদি প্রয়োজন হয় আমাদের যদি মনে হয় যে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনও ব্যক্তি বা প্রশাসন দ্বারা ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আইন সম্মতভাবে যে ব্যবস্থাগুলো করার সেগুলো আমরা করব।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীপাবলির আগে বড় সাফল্য নবদ্বীপ পুলিশের! অতর্কিত হানায় উদ্ধার করল 'এইসব' জিনিস, গ্রেফতার ১
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement