আরও পড়ুনঃ বাড়ির অদূরে উদ্ধার নিথর দেহ! পাশে পড়ে বাইক, কাছে যেতেই পিলে চমকে উঠল এলাকাবাসীর, কীভাবে এমন পরিণতি?
শুক্রবার শান্তিপুর পৌরসভা পরিচালিত ঝিলমিল সুইমিং পুলে নদিয়া ডিস্ট্রিক্ট ফিন সুইমিং ট্রায়ালে অংশগ্রহণ করেন প্রায় ২১ জন সাঁতারু। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক এবং সুইমিং জেলা প্রেসিডেন্ট।
advertisement
মূলত জেলার বিভিন্ন সুইমিং পুলের যে সমস্ত সাঁতারুরা রয়েছেন তাদের মধ্যে থেকে নির্বাচিত কিছু ছেলে-মেয়েরা যারা অভ্যন্তরীণ অর্থাৎ আন্ডার ওয়াটার সাঁতার কাটতে পারেন, যেটিকে ফিন সুইমিংও বলা হয়ে থাকে তারাই এদিন শান্তিপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখানে ৩১টি ইভেন্ট আয়োজন হয়। নেওয়া হয় সেই সমস্ত প্রতিযোগীদের টাইম ট্রায়াল। এর ভিত্তিতেই পরবর্তীকালে প্রতিযোগীরা স্টেট কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। এবং স্টেট থেকে যারা নির্বাচিত হবেন তারা ন্যাশনালে যাওয়ার সুযোগ পাবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ফিন সুইমিং-এর মাধ্যমে আগেও একাধিক ছেলে-মেয়েরা জেলা থেকে ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করেছেন। উদ্যোক্তারা এই প্রতিযোগিতা থেকে বার্তা দেন, সমস্ত অভিভাবকদের অন্যান্য খেলাধুলার মতো তাদের ছেলে-মেয়েদের যেন সুইমিং-এ ভর্তি করেন। এতে শরীর ও মন যেমন ফিট থাকে পাশাপাশি ভবিষ্যতে বড় জায়গায় যাওয়ার সুযোগও থাকে।