TRENDING:

কলকাতার খুব কাছেই আন্তর্জাতিক মানের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র! এখান থেকেই মিলবে ন্যাশনালে যাওয়ার 'বড়' সুযোগ

Last Updated:

Swimming: নদিয়া জেলা আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট ট্রায়াল 'ফিন সুইমিং'-এর। ঝিলমিল সুইমিং পুলে ফিন সুইমিং ট্রায়ালে অংশগ্রহণ করেন প্রায় ২১ জন সাঁতারু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুর পৌরসভা পরিচালিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করার মতো সাঁতারু তৈরি হয়েছে বলে দাবি মূল্যায়ন সংস্থার। নদিয়া জেলা আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট ট্রায়াল ‘ফিন সুইমিং’-এর। সাধারণত সাঁতার বলতে আমরা যেটা জানি শুধুমাত্র একই প্রক্রিয়া কিংবা পদ্ধতিতে সেই সাঁতার কাটা হয় না। সাঁতারের রয়েছে বিভিন্ন ভাগ। যেমন জলের উপরে অর্থাৎ ওপেন ওয়াটার, সাধারণ সাঁতার যেটিকে বলা হয় নরমাল সুইমিং এবং আরেকটি হল আন্ডার ওয়াটার সুইমিং অর্থাৎ জলের অভ্যন্তরে সাঁতার কাটা যাকে আমরা চলিত ভাষায় ডুব সাঁতারও বলে থাকি।
advertisement

আরও পড়ুনঃ বাড়ির অদূরে উদ্ধার নিথর দেহ! পাশে পড়ে বাইক, কাছে যেতেই পিলে চমকে উঠল এলাকাবাসীর, কীভাবে এমন পরিণতি?

শুক্রবার শান্তিপুর পৌরসভা পরিচালিত ঝিলমিল সুইমিং পুলে নদিয়া ডিস্ট্রিক্ট ফিন সুইমিং ট্রায়ালে অংশগ্রহণ করেন প্রায় ২১ জন সাঁতারু। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক এবং সুইমিং জেলা প্রেসিডেন্ট।

advertisement

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাকদহের নামী ব্যাঙ্ক লুঠ! শেষে সিসিটিভি ধরিয়ে দিল ডাকাত দলকে, উদ্ধার মাত্র ৪ কেজি সোনা, বাকি কোথায়?

View More

মূলত জেলার বিভিন্ন সুইমিং পুলের যে সমস্ত সাঁতারুরা রয়েছেন তাদের মধ্যে থেকে নির্বাচিত কিছু ছেলে-মেয়েরা যারা অভ্যন্তরীণ অর্থাৎ আন্ডার ওয়াটার সাঁতার কাটতে পারেন, যেটিকে ফিন সুইমিংও বলা হয়ে থাকে তারাই এদিন শান্তিপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখানে ৩১টি ইভেন্ট আয়োজন হয়। নেওয়া হয় সেই সমস্ত প্রতিযোগীদের টাইম ট্রায়াল। এর ভিত্তিতেই পরবর্তীকালে প্রতিযোগীরা স্টেট কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। এবং স্টেট থেকে যারা নির্বাচিত হবেন তারা ন্যাশনালে যাওয়ার সুযোগ পাবেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই ফিন সুইমিং-এর মাধ্যমে আগেও একাধিক ছেলে-মেয়েরা জেলা থেকে ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করেছেন। উদ্যোক্তারা এই প্রতিযোগিতা থেকে বার্তা দেন, সমস্ত অভিভাবকদের অন্যান্য খেলাধুলার মতো তাদের ছেলে-মেয়েদের যেন সুইমিং-এ ভর্তি করেন। এতে শরীর ও মন যেমন ফিট থাকে পাশাপাশি ভবিষ্যতে বড় জায়গায় যাওয়ার সুযোগও থাকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতার খুব কাছেই আন্তর্জাতিক মানের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র! এখান থেকেই মিলবে ন্যাশনালে যাওয়ার 'বড়' সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল