স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশকে টিবি নির্মূলিকরণের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি, যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় যক্ষ্মা রোগীদের সাহায্য করবার জন্য একটি মানবিক ও সহায়তা মূলক অভিযানের সূচনা করছে। যার নাম ‘নিক্ষয় মিত্র অভিযান’। জেলা যক্ষ্মা বিভাগ ও টিবি ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে চিহ্নিত টিবি রোগীদের সহায়তা করবেন এই নিক্ষয় মিত্ররা।
advertisement
রাজ্য যক্ষ্মা বিভাগের নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে টিবি মুক্ত গ্রাম পঞ্চায়েত গঠনের কাজ। নদিয়া জেলার স্বাস্থ্য দফতরের যক্ষা বিভাগ এই উদ্যোগে সামিল আছে। জানা যায়, নদিয়া জেলায় ২০২৫ সালে প্রায় ৬০ টি গ্রাম পঞ্চায়েত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। যেখানে ছ’টি সূচকের উপর নির্ভর করে পঞ্চায়েতগুলো আদতেই টিবি মুক্ত হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। ছ’টি মাপকাঠির একটি হল প্রত্যেক রোগীর নিক্ষয় মিত্র দ্বারা সাহায্য, মূলত পুষ্টিকর খাদ্য দ্রব্য প্রদান হয়েছে কিনা?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা যক্ষ্মা আধিকারিক মাননীয় ডাঃ পার্থ প্রতিম পাত্র মহাশয় জানান, “টিবি রোগীদের চিকিৎসা চলাকালীন তাদের নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপশি সঠিক পুষ্টি দরকার। তাই আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পড়া রোগীদের এই পুষ্টি সহায়তা পেলে জেলায় টিবি রোগীদের চিকিৎসায় সফলতা মিলবে।” তিনি আরও বলেন, “টিবি রোগ সম্পর্কে সমাজে কুসংস্কার রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সর্বস্তরের কাছে আমাদের বিনম্র আবেদন আজ যেমন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক -৩ মাননীয় ডাঃ রঞ্জিত কুমার দাস মহাশয় ‘নিক্ষয় মিত্র’ হিসেবে নথিভুক্ত হয়ে জেলার ১০ জন টিবি রোগীকে সহায়তা করছেন, এমন ভাবে আপনারা এগিয়ে আসুন”।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাননীয় ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস মহাশয় জানান, “সরকার প্রত্যেক টিবি রোগীর চিকিৎসা চলাকালীন মাসিক ১০০০ টাকা করে পুষ্টি সহায়তা ভাতা দিলেও তাতে অনেকের পুষ্টির ঘাটতি থেকে যায়। ফলত রোগীর চিকিৎসা অনেকটাই ব্যাহত হয়। তাই সাধারণ মানুষ, প্রতিষ্ঠান তথা সর্বস্তরের কাছে আমাদের আবেদন আপনারা মানবিক হয়ে টিবি রোগীদের পাশে ‘নিক্ষয় মিত্র’ হয়ে দাঁড়ান ও নদিয়া জেলাকে টিবি মুক্ত করে সুস্থ নিরোগ সমাজ গঠনে এগিয়ে আসুন”।
ডাঃ রঞ্জিত কুমার দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৩ জানান, “আমরা সমাজবদ্ধ জীব তাই সমাজে বসবাসকারী সবাইকে যেমন স্বাস্থ্য পরিষেবা দিতে যেমন অঙ্গীকারবদ্ধ তেমনি সামাজিক দায়িত্ব পালনে আজ চাকদহ ব্লকের চাকদহ রুরাল টিবি ইউনিটের অন্তর্গত ১০ জন টিবি রোগীর হাতে মাসিক পুষ্টি সহায়তা করেছি মাত্র। আমি চাই সবাই এগিয়ে আসুন টিবি রোগীদের সাহায্য করুন।”
‘নিক্ষয় মিত্র’কে টিবি রোগীদের সহায়তা করার জন্য স্বীকৃতি স্বরুপ ভারত সরকার একটি শংসাপত্র পাঠিয়ে সম্মানিত করছেন বলে জানা যায়।
Mainak Debnath