Rath Yatra 2025: এক্কেবারে...! যেমন মিষ্টি রঙ, তেমনই কিউট! এবার রথে বাজার কাঁপাচ্ছে ১০০ থেকে ৮০০০ টাকা দামের ছোটদের এইসব রথ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Rath Yatra 2025: শুধু বড় বড় মন্দিরগুলিতেই নয়, রথ নিয়ে রাস্তায় বেরোতে দেখা যায় মাঝারি ছোট মন্দির, এমনকি পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদেরকেও
নদিয়া: দুদিন পরেই রথযাত্রা। হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র এই অনুষ্ঠান নিয়ে আবেগ ও ভক্তির সীমা নেই আপামর ভক্তদের মধ্যে। পুরি হোক কিংবা বাংলা জগন্নাথ দেবের রথের দড়ির টান পড়বে সর্বত্রই। আগে বাংলায় রথযাত্রা উৎসব বলতে মায়াপুর ইসকন মন্দির, কলকাতা ইসকন মন্দির এবং হুগলির মাহেশের রথযাত্রা শোনা গেলেও এখন সব থেকে বেশি হাইলাইট দিঘার জগন্নাথের রথযাত্রা। তবে শুধু বড় বড় মন্দিরগুলিতেই নয়, রথ নিয়ে রাস্তায় বেরোতে দেখা যায় মাঝারি ছোট মন্দির এমনকি পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদেরকেও।
অতীতে বেশিরভাগ এই সমস্ত ছোট ছোট রথ বানাতে দেখা যেত নিজেদেরকেই। তবে এই সমস্ত ছোট ও মাঝারি রথ দোকানেও কিনতে পাওয়া যায়। বিভিন্ন দোকানদাররা রথের সিজনে কাঠের ছোট মাঝারি রথ বিক্রি করে থাকেন। ঠিক তেমনই নদিয়ার রানাঘাটের একটি পরিবার কাঠের রথ তৈরি করে বিক্রি করছেন আনুমানিক প্রায় ৩৫ বছর ধরে আর তা চলে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে।
advertisement
advertisement
মূলত তারা রথ তৈরি করে থাকেন ছোট ও মাঝারি ধরনের। তাদের বানানো এই কাঠের রথগুলি রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চল ছাড়াও কলকাতা, বাঁকুড়া, মেদিনীপুর, শিলিগুড়ি পর্যন্ত চলে যায়। রথ উৎসব চলে গেলে আবার তারা অন্য পেশায় চলে যান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১০০ টাকা থেকে ৮০০০ টাকা দামের রথ তৈরি করে বিক্রী করেন তারা। ছোট ও মাঝারি বিভিন্ন রঙে কারুকার্য করা এই কাঠের রথগুলিতে চেপে বসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 1:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: এক্কেবারে...! যেমন মিষ্টি রঙ, তেমনই কিউট! এবার রথে বাজার কাঁপাচ্ছে ১০০ থেকে ৮০০০ টাকা দামের ছোটদের এইসব রথ