TRENDING:

Turtle Rescue: রঙ অন্যরকম, দেখতেও কেমন...! নদিয়ায় চাষের জমিতে বিরল কচ্ছপ, অবাক চাষি, তারপর যা করলেন

Last Updated:

Turtle Rescue: চাষের জমিতে মিলল এক বিরল প্রজাতির কচ্ছপ। প্রাণীটি বিরল ও সংরক্ষণযোগ্য বলেই সন্দেহ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় চাষের জমিতে মিলল এক বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় চাষি উজ্জ্বল প্রামাণিক চাষের কাজ করার সময় আচমকাই তার চোখে পড়ে অচেনা ধরনের একটি কচ্ছপ। প্রাণীটি বিরল ও সংরক্ষণযোগ্য বলেই সন্দেহ হয় তার।
advertisement

সচেতন ওই চাষি তৎক্ষণাৎ বন দফতরের নদিয়ার বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে ফোন করে পুরো বিষয়টি জানান। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।

আরও পড়ুন: সারমেয়, মিড ডে মিল…! সরকারি নির্দেশিকার মাঝেই অঘটন, গ্রেফতার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী

উজ্জ্বল প্রামাণিক জানান, “আমি কচ্ছপটিকে দেখে বুঝতে পারি এটা সাধারণ প্রজাতির নয়। তাই আমি কোনও ঝুঁকি নিইনি, বন দফতরকে খবর দিই। তারাই এসে নিয়ে যায়। আমার মনে হয়, আমরা সাধারণ মানুষ যদি এভাবে সচেতন থাকি, তাহলে প্রকৃতি ও পরিবেশ রক্ষা সম্ভব।” তিনি আরও বলেন, “এই ধরনের বিরল বা অচেনা প্রাণী দেখলে নিজেরা কিছু না করে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানান। এতে প্রাণীও বাঁচে, পরিবেশও রক্ষা পায়।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বন দফতরের সূত্রে জানা গেছে, কচ্ছপটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির হতে পারে এবং সেটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। চাষি উজ্জ্বল প্রামাণিকের এই দায়িত্বপূর্ণ পদক্ষেপের জন্য বন দফতর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

Mainak Debnath

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Turtle Rescue: রঙ অন্যরকম, দেখতেও কেমন...! নদিয়ায় চাষের জমিতে বিরল কচ্ছপ, অবাক চাষি, তারপর যা করলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল