সচেতন ওই চাষি তৎক্ষণাৎ বন দফতরের নদিয়ার বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে ফোন করে পুরো বিষয়টি জানান। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুন: সারমেয়, মিড ডে মিল…! সরকারি নির্দেশিকার মাঝেই অঘটন, গ্রেফতার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী
উজ্জ্বল প্রামাণিক জানান, “আমি কচ্ছপটিকে দেখে বুঝতে পারি এটা সাধারণ প্রজাতির নয়। তাই আমি কোনও ঝুঁকি নিইনি, বন দফতরকে খবর দিই। তারাই এসে নিয়ে যায়। আমার মনে হয়, আমরা সাধারণ মানুষ যদি এভাবে সচেতন থাকি, তাহলে প্রকৃতি ও পরিবেশ রক্ষা সম্ভব।” তিনি আরও বলেন, “এই ধরনের বিরল বা অচেনা প্রাণী দেখলে নিজেরা কিছু না করে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানান। এতে প্রাণীও বাঁচে, পরিবেশও রক্ষা পায়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতরের সূত্রে জানা গেছে, কচ্ছপটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির হতে পারে এবং সেটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। চাষি উজ্জ্বল প্রামাণিকের এই দায়িত্বপূর্ণ পদক্ষেপের জন্য বন দফতর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Mainak Debnath