পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শ্যামলবাবু ও তাঁর স্ত্রী কুসুমদেবী কাজের জন্য চাষের জমিতে গিয়েছিলেন। দুপুর ২টো নাগাদ ফেরার সময় বজ্রপাতের জেরে উভয়েরই মৃত্যু হয়। আজ সকালে এলাকার স্থানীয় লোকজন চাষের জমিতে যাওয়ার সময় তাঁদের মৃতদেহ দেখতে পান।
আরও পড়ুনঃ বিকট শব্দ, আগুনের ফুলকি…! পুজোর মুখে বাজারে আগুন, পুড়ে ছাই দোকান! চিন্তায় ক্ষতিগ্রস্তরা
advertisement
জানা গিয়েছে, মণ্ডল দম্পতি সিঙ্গিডাঙ্গা সর্দারপাড়ার বাসিন্দা। এদিন স্থানীয় লোকজন তাঁদের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মুরুটিয়া থানার পুলিশ। দু’টি দেহ উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, চলতি বছর একাধিকবার বজ্রপাতে মৃত্যুর খবর সামনে এসেছে। রাজ্যের নানা প্রান্তে এমন দুর্ঘটনা ঘটেছে। এবার প্রাণ হারালেন নদিয়ার মণ্ডল দম্পতি। গতকাল কাজের জন্য চাষের জমিতে গিয়েছিলেন তাঁরা। ফেরার সময় বজ্রপাতের জেরে উভয়েরই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আজ তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।