বিকট শব্দ, আগুনের ফুলকি...! পুজোর মুখে বাজারে আগুন, পুড়ে ছাই দোকান! চিন্তায় ক্ষতিগ্রস্তরা

Last Updated:

Kharibari Market Fire: জানা গিয়েছে, এক দোকানের ভিতরেই ঘুমোচ্ছিলেন দোকান মালিক। বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখে তিনি বাইরে বেরিয়ে আসেন। এরপরের দৃশ্য দেখে কার্যত চমকে উঠেন ওই ব্যক্তি

দোকান পুড়ে ছাই!
দোকান পুড়ে ছাই!
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ দুর্গাপুজোর মুখে বাজারে ভয়াবহ আগুন। পরপর পুড়ে ছাই হয়ে গিয়েছে ২টি দোকান! উৎসবের মরসুমের আবহে খড়িবাড়ি বাজারে এই অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর। চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
জানা গিয়েছে, এক দোকানের ভিতরেই ঘুমোচ্ছিলেন দোকান মালিক। বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখে তিনি বাইরে বেরিয়ে আসেন। এরপরের দৃশ্য দেখে কার্যত চমকে উঠেন ওই ব্যক্তি। এরপর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে নকশালবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ মুখ ভার আকাশের, বৃষ্টি ভাসাবে উত্তরবঙ্গের এইসব জেলা! জানুন আজকের আবহাওয়ার মেগা আপডেট
এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুজোর অর্ডারের কাপড় সহ একাধিক সরঞ্জাম। পুজোর আগে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর। উৎসবের মরসুমে মানুষ যখন কেনাকাটা করেন সেই সময় এমন বিপত্তি! চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
advertisement
advertisement
ক্ষতিগ্রস্তদের অনুমান, অনেক ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্যবসায়ী সমিতি। বাজারে পরপর দোকান থাকায় অনেক দোকানে আগুন ছড়ানোর আশঙ্কা ছিল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিকট শব্দ, আগুনের ফুলকি...! পুজোর মুখে বাজারে আগুন, পুড়ে ছাই দোকান! চিন্তায় ক্ষতিগ্রস্তরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement