পেশাগত শিল্পী না হয়েও নিজের ইচ্ছেতেই এবার বানিয়ে ফেলেছে দুই সেন্টিমিটারের সবথেকে ছোট প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি। মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে জবা গাছের কাঠ। আর সিংহাসন তৈরি করতে ব্যবহার করা হয়েছে ছোট ছোট প্লাইউড।
আরও পড়ুন: ‘অন্ধের কিবা দিন কিবা রাত’! ঠিক একই হাল এই এলাকার পথবাতির, রাতের মত দিনেও দেয় লাগাতার আলো
advertisement
নদিয়ার ওই খুদে দুই সেন্টিমিটারের বিগ্রহ এবং সিংহাসন সমেত তিন ইঞ্চির একটি ছোটখাটো মন্দির তৈরি করে ফেলেছে ছোট্ট উপাসনা। সে জানায় কারো কাছে কোন রকম সাহায্য ছাড়াই নিজের ইচ্ছেতে হঠাৎ মনে হয়েছে প্রভু জগন্নাথ দেবকে তৈরি করতে তারপরেই দু’তিন দিন ধরে পরিশ্রম করে নিজের ছোট্ট হাতে জবা গাছের কাঠ দিয়ে এবং ফেব্রিক রং ব্যবহার করে এত ক্ষুদ্র জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি সে তৈরি করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে উপাসনা জানায়, ছোটবেলা থেকে বাবা-জ্যাঠাদের পাড়ার জগধাত্রী পুজোতে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে দেখে তার মনে স্বাদ জাগে সেও কিছু করবে আর তারপরেই এই কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে সে। তবে কারো কাছে ড্রয়িং না শিখে একেবারে নিজের মত করে বিভিন্ন রকমের ছবিও আঁকে উপাসনা। তবে তার এই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেখতে এখন মানুষ আসছে তার বাড়িতে। তার এই কারুকার্যে খুশি এবং গর্বিত তার বাবা মাও।
Mainak Debnath