এ বার রাজ্যস্তরে বিভিন্ন জেলার প্রান্ত থেকে একাধিক প্রতিযোগী এসেছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরে। এর পরই তাদের সঙ্গে প্রতিযোগিতায় সে স্বর্ণপদক পায়। প্রথমে জেলাভিত্তিক একটি প্রতিযোগিতা হয়, যেখানে সে সেরা পুরস্কার লাভ করে। ওই প্রতিযোগিতায় তাদের বয়সের সীমা ছিল আট বছর। ২৪ কেজিতে পূর্ণায়ন লড়াই করে কিক বক্সিংয়ে বিজয়ী হয়। এরপরেই ১৪ জুলাই রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক লাভ করে সে।
advertisement
তার এই সাফল্যে খুবই খুশি তার শিক্ষক-সহ গোটা পরিবার। এই খেলায় আগামী দিনে আরও পারদর্শী হয়ে ওঠার ইচ্ছে রয়েছে তার এবং এর পাশাপাশি জিমন্যাস্টিকের প্রশিক্ষণও নিয়মিত নেয় সে। জিমন্যাস্টিকও জেলা স্তরে খেলে একাধিক পুরস্কার লাভ করে পূর্ণায়ন। আগামী দিনে পূর্ণায়নের ইচ্ছে বড় হয়ে একজন আইপিএস অফিসার হওয়ার। এমনটাই জানালেন তার বাবা সুমিত সিংহ রায়।