Zodiac Signs to Observe Sawan Somwar: আসবে টাকা, প্রেম! বাধা বিঘ্ন কেটে ভাগ্য সুপ্রসন্ন! জীবন মসৃণ করতে শ্রাবণ সোমবারে শিবপুজো করতেই হবে এই ৭ রাশির জাতক জাতিকাদের

Last Updated:
Zodiac Signs to Observe Sawan Somwar: শ্রাবণমাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসের প্রতি সোমবার নিষ্ঠা ভরে পালন করলে তাঁর আশীর্বাদে দূর হয় বাধা বিঘ্ন।কোন কোন রাশির জাতক জাতিকাদের শিবপুজো করলে পুণ্যলাভ হয়, জানুন।
1/9
শ্রাবণমাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসের প্রতি সোমবার নিষ্ঠা ভরে পালন করলে তাঁর আশীর্বাদে দূর হয় বাধা বিঘ্ন।
শ্রাবণমাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসের প্রতি সোমবার নিষ্ঠা ভরে পালন করলে তাঁর আশীর্বাদে দূর হয় বাধা বিঘ্ন।
advertisement
2/9
কোন কোন রাশির জাতক জাতিকাদের শিবপুজো করলে পুণ্যলাভ হয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ রাজকুমার শাস্ত্রী।
কোন কোন রাশির জাতক জাতিকাদের শিবপুজো করলে পুণ্যলাভ হয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ রাজকুমার শাস্ত্রী।
advertisement
3/9
মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহরাজ হলেন বুধ। তাই তাঁদের শ্রাবণ সোমবার পালন করা শুভ। কেটে যায় ভাগ্যের বিড়ম্বনা।
মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহরাজ হলেন বুধ। তাই তাঁদের শ্রাবণ সোমবার পালন করা শুভ। কেটে যায় ভাগ্যের বিড়ম্বনা।
advertisement
4/9
কর্কটরাশির জাতক জাতিকােদর ভাগ্য শাসন করেন চন্দ্রদেবতা। তাই শ্রাবণ সোমবার পালন করলে জীবন মসৃণ হয় বলে প্রচলিত বিশ্বাস।
কর্কটরাশির জাতক জাতিকােদর ভাগ্য শাসন করেন চন্দ্রদেবতা। তাই শ্রাবণ সোমবার পালন করলে জীবন মসৃণ হয় বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
5/9
সিংহরাশির জাতক জাতিকাদের জীবনের ভাগ্যসূচকের নির্ধারক হলেন সূর্যদেবতা। প্রচলিত বিশ্বাস, শ্রাবণ সোমবার পালন করলে তাঁদের অপূর্ণ মনস্কামনা পূর্ণ হয়।
সিংহরাশির জাতক জাতিকাদের জীবনের ভাগ্যসূচকের নির্ধারক হলেন সূর্যদেবতা। প্রচলিত বিশ্বাস, শ্রাবণ সোমবার পালন করলে তাঁদের অপূর্ণ মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
6/9
কন্যারাশির জাতক জাতিকাদের জন্যেও সৌভাগ্য নির্ধারক হলেন বুধ। মনে করা হয়, শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে মহাদেবের আশীর্বাদে তাঁরা যোগ্য জীবনসঙ্গী পান।
কন্যারাশির জাতক জাতিকাদের জন্যেও সৌভাগ্য নির্ধারক হলেন বুধ। মনে করা হয়, শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে মহাদেবের আশীর্বাদে তাঁরা যোগ্য জীবনসঙ্গী পান।
advertisement
7/9
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন মঙ্গল। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে তাঁদের জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে মসৃণতা আসে।
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন মঙ্গল। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে তাঁদের জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে মসৃণতা আসে।
advertisement
8/9
মকররাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন শনিদেব। তাঁদের কাছে শ্রাবণ মাস বহু প্রতীক্ষিত। জীবনে স্বচ্ছতা আনে এই ব্রতপালনের রীতি।
মকররাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন শনিদেব। তাঁদের কাছে শ্রাবণ মাস বহু প্রতীক্ষিত। জীবনে স্বচ্ছতা আনে এই ব্রতপালনের রীতি।
advertisement
9/9
মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্যের অধিপতি বৃহস্পতি। ভক্তি ভরে ব্রতপালন করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। দুধ এবং মধু দিয়ে অভি,েক করুন শিবলিঙ্গের। জীবনে আসবে অর্থ এবং প্রেম।
মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্যের অধিপতি বৃহস্পতি। ভক্তি ভরে ব্রতপালন করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। দুধ এবং মধু দিয়ে অভি,েক করুন শিবলিঙ্গের। জীবনে আসবে অর্থ এবং প্রেম।
advertisement
advertisement
advertisement