আরও পড়ুনঃ স্বামীকে ‘ভাই’ সাজিয়ে ভোটার তালিকায় নাম! ৭ বছর ধরে অবৈধবাস! বাংলাদেশি দম্পতির পরিণতি যা হল
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত যুবকের নাম হাসিম মণ্ডল। বয়স ৩৫। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় হাসিমের দেহ। সেই খবর থানায় যেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কাজে বেরিয়ে আর ফেরেননি বাড়ি! পাঁচ দিন নিখোঁজ থাকার পর জলে ভেসে উঠল… নদীর ধারে পড়ে সাইকেল
পরিবার ও স্থানীয়দের অনুমান, কেউ বা কারা যুবককে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে। তবে মৃত্যুর সঠিকভাবে কারণ এখনও পরিষ্কার নয়। ধোঁয়াশা রয়েছে। জানা যাচ্ছে, বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন হাসিম। কিন্তু বাড়ি ফেরেননি। তিনি বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবারের লোকজন। ফোনও সুইচ অফ ছিল। পরের দিন সকালে বাড়ির অদূরে হাসিমের দেহ পড়তে থাকতে দেখেন স্থানীয়রা।