মণ্ডপের ভেতরে সুদৃশ্য আলোর খেলা দর্শনার্থীদের মুগ্ধ করছে। শুধু তাই নয়, মণ্ডপসজ্জায় বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রভু যীশুর জীবনের নানা কর্মকাণ্ড। যীশুর জন্ম থেকে শুরু করে মানবতার সেবায় তাঁর ভূমিকা, সবকিছুই শিল্পীর তুলিতে জীবন্ত হয়ে উঠেছে এই সজ্জায়। ফলে শুধু পূজার্চনা নয়, ইতিহাস ও শিল্পকলার এক অনন্য সমন্বয় ঘটিয়েছে এবারের দুর্গোৎসব।
advertisement
আরও পড়ুন: কাগজ, বিস্কুটের ট্রে, ডিমের মোড়ক দিয়ে পুজো মণ্ডপ থেকে প্রতিমা! কোথায় জানুন
ইতিমধ্যেই পুজো মণ্ডপ ঘিরে ভিড় জমতে শুরু করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে মণ্ডপ চত্বরে। জেলার এক প্রান্তিক অঞ্চলের পুজো হয়েও এই মণ্ডপ ও থিম বড় বাজেটের শহুরে পুজোগুলোকেও টক্কর দিচ্ছে। দর্শনার্থীদের মতে, বাদকুল্লা অনামি ক্লাবের এই প্রয়াস শুধু অভিনব নয়, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে মিলন ঘটিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো উদ্যোক্তাদের আশা, এ বছরের এই অভিনব থিম আরও বেশি দর্শনার্থীকে টানবে এবং স্থানীয় অর্থনীতির পাশাপাশি ক্লাবের ঐতিহ্যকেও সমৃদ্ধ করবে। ৬০ বছরের যাত্রাপথে বহু স্মরণীয় থিম উপহার দিলেও এবারের থিম নিঃসন্দেহে স্থানীয় মানুষের কাছে এক বিশেষ সংযোজন হয়ে থাকবে। বাদকুল্লা অনামি ক্লাবের ৬০ তম বর্ষের এই দুর্গোৎসব তাই কেবল একটি পুজো নয়, বরং ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধনের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।