Durga Puja 2025: কাগজ, বিস্কুটের ট্রে, ডিমের মোড়ক দিয়ে পুজো মণ্ডপ থেকে প্রতিমা! কোথায় জানুন

Last Updated:

মন্দিরবাজারের ইনাৎপুরে এবছর পুজোর থিম মুখোশের আড়ালে মুখ। শিল্পী প্রণব হালদারের ভাবনায় এই থিম তৈরি করা হয়েছে। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন।

+
কাগজের

কাগজের প্রতিমা

মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মন্দিরবাজারের ইনাৎপুরে এবছর পুজোর থিম মুখোশের আড়ালে মুখ। শিল্পী প্রণব হালদারের ভাবনায় এই থিম তৈরি করা হয়েছে। যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন আসছেন। সাধারণ মানুষজন সবার সামনে থেকে যেভাবে দেখা যায়। ভিতর থেকে সেই মানুষ অন্যরকম হয় অনেকসময়। এই ভাবনার প্রতিফলন ঘটাতে এমন থিম তৈরি করা হয়েছে। থিম তৈরিতে ব্যবহৃত হয়েছে কাগজ, বিস্কুটের ট্রে, ডিমের মোড়ক সহ আরও অন্যান্য সামগ্রী।
শিল্পী প্রণব হালদার তাঁর অভিনব ভাবনায় এই থিমের রূপ দিয়েছেন। থিমের মাধ্যমে তিনি তুলে ধরতে চেয়েছেন মানুষের ভেতরের ও বাইরের রূপের দ্বন্দ্ব। অনেক সময় আমরা যেভাবে মানুষকে বাইরে থেকে দেখি, বাস্তবে তিনি ভেতরে সম্পূর্ণ ভিন্ন হতে পারেন। এই মনস্তাত্ত্বিক সত্যকেই প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর মণ্ডপে।
advertisement
advertisement
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে শোভন হালদার জানিয়েছেন, থিম দেখার জন্য ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে। আশেপাশের গ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। এবছর এখানে পালিত হবে দশেরা। সচরাচর এই অঞ্চলে এমন অনুষ্ঠান হয় না, ফলে মানুষের আগ্রহ আরও বেড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
সব মিলিয়ে, ইনাৎপুরের এই থিমপুজো কেবল শিল্পকর্ম নয়, বরং মানুষের অন্তর্জগতের প্রতিচ্ছবি তুলে ধরছে। স্থানীয়রা আশা করছেন, এ বছরের এই অভিনব আয়োজন দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। এই পুজোর বয়স খুব কম। মাত্র ৩ বছর ধরে হচ্ছে এই পুজো। কিন্তু বয়স কম হলে কী হবে এর মধ্যে থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এই পুজো উদ্যোক্তাদের নিজস্ব চিন্তাভাবনাকে পাথেয় করে‌।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কাগজ, বিস্কুটের ট্রে, ডিমের মোড়ক দিয়ে পুজো মণ্ডপ থেকে প্রতিমা! কোথায় জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement