TRENDING:

Nadia News: মর্মান্তিক! নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে গেলেন যুবক, মুহূর্তে পিষে দিল ডাম্পার, রক্তে ভাসল ১২ নম্বর জাতীয় সড়ক

Last Updated:

Nadia Accident News: নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান চালক। ঠিক সেই মুহূর্তে বহরমপুরের দিক থেকে আসা একটি ডাম্পার তাকে পিষে দেয়। মারা যান বাইক চালক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাকাশিপাড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: জাতীয় সড়ক ১২-তে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু। নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে ১২ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সম্রাট মণ্ডল (২৮)। তিনি বেথুয়াডহরির যুগনিতলার বাসিন্দা।
নাকাশিপাড়ায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু
নাকাশিপাড়ায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু
advertisement

সূত্রের খবর, সম্রাট তাঁর মোটরসাইকেলে করে বেথুয়াডহরি স্ট্যাচু মোড়ের দিকে যাচ্ছিলেন। নাকাশিপাড়া থানার সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বহরমপুরের দিক থেকে আসা একটি ডাম্পার তাকে চাপা দেয়। নাকাশিপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা সম্রাটকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি আটক করেছে।

advertisement

আরও পড়ুনঃ নর্দমার পচা জলে ভাসছে দেহ, নেশার ঘোরেই কি তবে যুবকের চরম সর্বনাশ!

উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। জাতীয় সড়ক ৩৪ নব সংস্কার হয়ে জাতীয় সড়ক ১২-তে পরিণত হওয়ার পর ঝাঁ চকচকে রাস্তায় দুর্ঘটনার প্রবণতা যেন বেড়েই চলেছে আরও। বিশেষ করে শীতকালে ঘন কুয়াশার কারণে রাতে ও সকালের দিকে দূরের দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনার প্রবণতা আরও বেড়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় শীত জমে ক্ষীর! কনকনে ঠান্ডায় মিলছে গরমাগরম রকমারি পিঠেপুলি, স্বাদ মিলছে এই উৎসবে
আরও দেখুন

পুলিশ প্রশাসনের একাধিক সচেতন মূলক কর্মসূচির পরেও কমানো যাচ্ছে না দুর্ঘটনা। গত এক সপ্তাহে জেলায় বেশ কিছু দুর্ঘটনায় পথচারী কিংবা গাড়িচালকদের মৃত্যুর খবর উঠে এসেছে সংবাদমাধ্যমে। সেই কারণে প্রশাসন থেকে সচেতন করা হচ্ছে সকলকে বিশেষ করে শীতকালে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে তুলনামূলক কম গতিতে গাড়ি এবং মোটরবাইক চালাতে বলা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মর্মান্তিক! নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে গেলেন যুবক, মুহূর্তে পিষে দিল ডাম্পার, রক্তে ভাসল ১২ নম্বর জাতীয় সড়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল