অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে আসার আগেই গোটা এলাকার পাশাপাশি ঠাকুরবাড়িতে সাজো সাজো রব৷ তার মধ্যেই এদিন ঠাকুরবাড়ির মন্দিরের আশপাশে পোস্টার পরে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে। পোস্টারে লেখা রয়েছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করে অপমান করেছে তার জন্য ধিক্কার। নীচে লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ৷
advertisement
আরও পড়ুন: ভোটের আগে বিরাট স্ট্র্যাটেজি তৃণমূলের! পুরনো ‘ভুল’ আর নয়, রবিবারই ঘুরতে পারে ‘খেলা’
এ বিষয়ে মতুয়া মহাসঙ্গের এক সদস্য বলেন, ”মুখ্যমন্ত্রী ঠাকুরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার জন্য এখনও ক্ষমা চাননি। যতক্ষণ ক্ষমা না চাইবে মতুয়া পাগল গোসাই ভক্তরা আরও নানাভাবে প্রতিবাদ জানিয়ে যাবে।”
আরও পড়ুন: রাতে অভিষেকের বৈঠক, ৪ নেতাকে দায়িত্ব! কড়া নির্দেশে বুঝিয়ে দিলেন লক্ষ্য
মতুয়া আরও এক ভক্ত জানান, ”আমাদের ঠাকুরকে অপমান করেছে ৷ ক্ষমা না চাইলে মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হবে না৷” ফলে মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি আসা নিয়ে তৈরি হতে পারে সমস্যা। প্রশাসনের তরফ থেকেও বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হবে বলেও সূত্রের খবর। যদিও এই বিষয়টি নিয়ে শাসকদলের কোন প্রতিক্রিয়া মেলেনি। সকলেই আজ মেতে নব জোয়ার কর্মসূচি নিয়ে।
—– Rudra Narayan Roy