হাওড়া ময়দান ও মল্লিক ফটকের কাছে ইতিমধ্যেই বসানো হয়েছে লোহার ব্যারিকেড। রাস্তায় ড্রিল করে স্থায়ীভাবে ব্যারিকেড লাগানোর কাজ চলছে। সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় মজুত রাখা হয়েছে জল কামান। আকাশে উড়ছে ড্রোন, চলেছে সর্বক্ষণ নজরদারি।
SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন
ডায়বেটিক হয়েও আম খেতে ভালবাসেন? গবেষণায় উঠে এল আশ্চর্য তথ্য… জানলে অবাক হবেন আপনিও!
advertisement
বেলেপোল মোড়ে তৈরি হয়েছে গার্ডরেলের ঘেরা নিরাপত্তা বলয়। সেখানে মোতায়েন রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। হাওড়া পুলিশ কমিশনার, এডিজি এসটিএফ এবং অন্যান্য শীর্ষকর্তারা ঘটনাস্থলে গিয়ে মোতায়েন বাহিনীর সঙ্গে কথা বলছেন।
ট্রাফিক নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সাঁতরাগাছিতে জমায়েতের কথা মাথায় রেখে কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আসা গাড়িগুলোকে বেলেপোলের ডানদিক দিয়ে ঢুকিয়ে সলপের দিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এতে মূল সড়ক ও সংবেদনশীল এলাকায় যানজটের চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
ডিআইজি (পিআর) আকাশ মগারিয়া সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সারাদিন ধরে টহল ও তদারকি করছেন। গোটা চত্বর জুড়ে নিরাপত্তার বলয় এতটাই শক্ত যে সাধারণ মানুষও প্রস্তুতির আঁচ টের পাচ্ছেন।
লালবাজার ও হাওড়া পুলিশ প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতে ও সম্ভাব্য অশান্তি এড়াতে সব ধরনের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।