কিন্তু শাস্তি থেমে থাকেনি এখানেই। এরপর শুরু হয় বেধড়ক মারধর। শিশুটির শরীরে নাকি একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনায় অসুস্থ অবস্থায় পেরেশানকে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : নাকে-মুখে রুমাল চাপা দিয়ে চলে ব্যবসা, প্রতিদিন টাকা দিয়েও উন্নয়নের নাম নেই! বিপাকে কোলাঘাটের ফুল চাষিরা
advertisement
আহত শিশু জানিয়েছেন, আমাকে পড়া ধরা হয়েছিল। পড়া না বলতে পারার কারণে কান ধরে দাঁড়াতে বলে।কিন্তু তা না করে ভুল করে আঙ্গুল দেখিয়ে ছিলাম। আর সেই কারণেই আমাকে মারধর করা হয়। আহত হয়ে পড়ি। পরিবারকে জানানো হয়। পরিবারের পক্ষ থেকে জানাই নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নবগ্রাম থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কি কারণে এই ছাত্রকে মারধর করা হয়েছে, বিষয়টি আমাদের জানা নেই। আমরা শিক্ষকের সঙ্গে কথা বলে তবেই জানাতে পারব। যদি এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, তা খুবই দুর্ভোগ্যজনক।






