কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় বিখ্যাত রাস উৎসব। আর এই রাস উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপ, শান্তিপুরে সমাগম ঘটে লক্ষাধিক দর্শনার্থীর। নবদ্বীপে রাস উৎসবের পুজোর পরের দিন শোভাযাত্রা বা আড়ং অনুষ্ঠিত হয়। আর এই শোভাযাত্রা-সহ সমগ্র রাস উৎসবকে আরও সুষ্ঠভাবে করার লক্ষ্যে এবছর পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
advertisement
মঙ্গলবার নবদ্বীপ থানায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমর নাথ কে এ কথা জানিয়েছেন। এদিন নবদ্বীপ রাস উৎসবের গাইড ম্যাপ-সহ শোভাযাত্রার অনুমতি যুক্ত পুজোর জন্য QR কোড ও টি-শার্টের উদ্বোধন করেন তিনি। এদিন জেলা পুলিশ সুপার শহরের ফাঁসি তলা নিরঞ্জন ঘাটও পরিদর্শন করেন।
রাসযাত্রা উপলক্ষে এদিন গাইড ম্যাপ প্রকাশ করল রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশও। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক বৈঠক করে জানান, পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স এবং বিশেষভাবে এ বছর রাস্তায় দেখা যাবে উইনার্স টিম অর্থাৎ মহিলা পুলিশের দল। যাতে দূর-দূরান্ত থেকে যে সমস্ত মহিলা দর্শনার্থীরা রাস দেখতে আসবেন তাদের কোনরকম অসুবিধা না হয়।
কোন দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রেও উইনার্স টিম বিশেষ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, বিশেষ বিশেষ জায়গায় পুলিশ মোতায়ন থাকবে। ইতিমধ্যে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিআই শান্তিপুর এবং এসডিপিও রানাঘাটকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী সমন্বয়ে রাসযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।
