পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম প্রার্থনা সিংহ (১৬)। রবিবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুনঃ দানবের মতো আছড়ে পড়ল সুপার সাইক্লোন মোকা, ২০০ কিমি বেগে চলছে তাণ্ডব, ভয়ঙ্কর পরিস্থিতি
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রার্থনা সিংহ নামে ওই নাবালিকার বাবার বাড়ি ফরাক্কায়। কিন্তু বাবা মা না থাকায় সামসেরগঞ্জের মহেশটোলায় মামার বাড়িতে থাকত সে দিদার সঙ্গে। শনিবার সন্ধ্যায় দিদা বাড়িতে ছিলেন না। এরপর বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। আর তাতেই শোরগোল পড়ে যায়। বহু ডাকাডাকির পরেও দরজা না খোলায় অবশেষে পাঁচিল টপকে ঘরে প্রবেশ করেন গ্রামবাসীরা। তখনই নাবালিকার মৃতদেহ নজরে আসে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। রবিবার দেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। নাবালিকার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। যদিও প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। পুরো বিষয় খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
কৌশিক অধিকারী