দ্বিতীয় হুগলি সেতু, ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এরপর ড্রোন চারটি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে। এর পর পাঁচটি ড্রোন চলে যায় পূর্বদিক, অর্থাৎ পার্ক সার্কাসের দিকে।
আরও পড়ুনঃ নাগাড়ে বৃষ্টি, গ্যাংটকের একাধিক রাস্তায় ধস! পর্যটকরা সিকিম যেতে পারবে? প্ল্যান থাকলে জানুন
advertisement
অন্য দু’টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। প্রথম হেস্টিংস থানার পুলিশ এই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে জানায়। এরপর সতর্ক করা হয় ময়দান-সহ অন্যান্য থানাগুলিকেও। কেউ রাতে ড্রোনগুলির সাহায্যে গোপনে কোনও ছবি তুলছিল কিনা, তা জানার চেষ্টা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত সেগুলি কোথায় পালিয়েছে, সেগুলি জানার জন্য কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগও তদন্ত করছে। এই ড্রোন পাঠানোর পিছনে চরবৃত্তির উদ্দেশ্য ছিল কিনা, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নবাব মল্লিক