এই প্রশিক্ষন শিবির ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী সহ মেদিনীপুর কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুন- Argentina vs France LIVE: জমজমাট সমাপ্তি অনুষ্ঠান, বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স
advertisement
এই প্রশিক্ষন শিবিরে পিছিয়ে পড়া শালবনি এলাকার ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাশরুম চাষ সংক্রান্ত প্রশিক্ষন দেওয়া হয়। যাতে এই এলাকার ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্দর পরিবারগুলিকে কিছুটা স্বনির্ভর করতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. বেরা।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুর কলেজ অটোনোমাস এর পক্ষ থেকে ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়কে দত্তক নেওয়া হয়েছে। এই স্কুলের শিক্ষাদীক্ষা এবং শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটানোর জন্যই এই প্রচেষ্টা বলে কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম কোন স্কুলে এই ধরনের প্রশিক্ষণ শিবির ও কর্মশালা আয়োজিত হল বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ড. আমিতেশ চৌধুরী এবং এজন্য তিনি মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন।
আরও পড়ুন- World Cup Final: আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে? গুগল বলছে তিনবার! হুলস্থূল সোশ্যাল মিডিয়ায়
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়ার চেষ্টার পাশাপাশি স্ব-নির্ভর হওয়ার জন্য স্কুলে এই ধরনের প্রশিক্ষন শিবির আরও বেশি বেশি করে করা উচিৎ। যাতে করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ধরনের বিভিন্ন চাষবাস ও বিভিন্ন হস্তশিল্পের প্রশিক্ষন নিয়ে সাবলম্বী হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও এই ধরনের উদ্যোগে এগিয়ে আসতে হবে এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে।
Partha Mukherjee