জানা গিয়েছে, বহরমপুর-সাঁইথিয়া রাজ্যে সড়কের ওপর নিত্যদিন ডাম্পারের ধাক্কায় পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। ফলে দুর্ঘটনার সংখ্যা কমাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। রাত হতেই গাড়ির পিছন দিকে রেডিয়াম পেপার বসিয়ে দুর্ঘটনা রোখার চেষ্টায় উদ্যোগী হন সমাজসেবীরা। পথচলতি, চারচাকা গাড়ি দাঁড় করিয়ে যেমন রেডিয়াম পেপার লাগানো হয়, তেমনই টোটো, বাইক, স্কুটি থামিয়েও গাড়িতে ওই পেপার লাগানো হয়। স্থানীয়দের তরফেও এই কাজকে সাধুবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, এই রেডিয়াম পেপার লাগানোর ফলে গাড়ির আলোতে সামনের যান চলাচলের গতিবিধি চালকের কাছে স্পষ্ট হয়।
advertisement
উদ্যোগক্তাদের অন্যতম সদস্য অর্নব মুখার্জী জানান, রাতের অন্ধকারে রাস্তায় গাড়ির বেপরোয়া গতি থাকে। ফলে সাইকেল ও মোটর বাইকের দুর্ঘটনার সংখ্যা। তাই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতেই রেডিয়াম স্টিকার ব্যবহার করা হচ্ছে। সাইকেল থেকে মোটর বাইক, এমনকি টোটো গাড়িতেও ব্যবহার করা হচ্ছে এই স্টিকার। রেডিয়াম পেপার ব্যবহারের মাধ্যমে গাড়ির পেছনে একটি উজ্জ্বল আলো তৈরি হয়, যা অন্য গাড়ির চালকদের জন্য দৃশ্যমানতা বৃদ্ধি করে এবং দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে দেয়। এই পেপারটি গাড়ির পেছনে লাগিয়ে দেওয়া হয়, যা রাতের মধ্যে গাড়ির অবস্থান শনাক্ত করতে সাহায্য করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকেও এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। সাধারণ মানুষ এইভাবে এগিয়ে এলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম হবে বলে দাবি পুলিশেরও।
কৌশিক অধিকারী





