Battery Bicycle: ১০ টাকায় ছুটবে ৬০ কিমি রাস্তা! নামমাত্র খরচে স্টিলের ব্যাটারি সাইকেল বানিয়ে নজির গড়লেন বিনোদিয়া গ্রামের যুবক

Last Updated:

মাত্র কয়েক হাজার টাকা খরচে নজিরবিহীন ব্যাটারি সাইকেল বানিয়েছেন এক যুবক

+
ব্যাটারি

ব্যাটারি চালিত সাইকেল তৈরি করছেন দীপঙ্কর হাজরা

মুর্শিদাবাদ: মঙ্গলবার ৩ জুন বিশ্ব সাইকেল দিবস। বিভিন্ন দিবসের মত সাইকেল নিয়েও একটি দিবস পালিত হয়। সাইকেল হল এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটি ভারতীয় পরিচিত। সাইকেল কেবল স্বল্প মূল্যে পরিবহনের সুবিধাই দেয় না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন। তাই সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে। সাইকেলিং হল এমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ওবেসিটি সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র ১৮ হাজার টাকার ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। দীপঙ্কর হাজরা নামের ওই যুবক এক মাসের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিজস্ব প্রচেষ্টায় এই সাইকেল বানিয়েছেন ষ্টিল দিয়ে। বর্তমানে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণে, ব্যাটারিচালিত এই সাইকেল অত্যন্ত কম খরচেই চলবে। ব্যাটারি চালিত এই সাইকেল বানানোর পর গ্রামবাসীদের প্রশংসা কুড়িয়েছেন দীপঙ্কর। আগামীতে আরও ভাল সাইকেল বানানোর পরিকল্পনা রয়েছে দীপঙ্করের তবে সরকারি সাহায্য পেলে আরও ভাল সাইকেল বানাতে পারবে বলে আশা দীপঙ্কর হাজরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাইকেল দিবসের আগে এই ব্যাটারি দু’চাকার সাইকেল নজির সৃষ্টি করেছে ভরতপুরে। একদা এই ইস্পাত শিল্পী কর্মকান্ডে খুশি পরিবারের সদস্যরা। স্টিলের জিনিস ব্যবহার করে এই সাইকেল তৈরি করা হয়েছে। পাশাপাশি লিথিয়াম ব্যাটারি ২৪ ভোল্ট ১২৪ পাওয়ারের একটি মোটর লাগানো হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ করে নিজের বাড়িতে গ্রিলের দোকান সামলাতে দেখা যায় তাকে। এই সাইকেলে একবার ব্যাটারি ফুল চার্জ দিতে খরচ পড়বে ১০ টাকা, যা চলবে ৬০ কিলোমিটার পর্যন্ত। আর ঘন্টায় এর স্পিড থাকবে ৪০-৪৫ কিলোমিটার পর্যন্ত।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Battery Bicycle: ১০ টাকায় ছুটবে ৬০ কিমি রাস্তা! নামমাত্র খরচে স্টিলের ব্যাটারি সাইকেল বানিয়ে নজির গড়লেন বিনোদিয়া গ্রামের যুবক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement