Road Accident: একই দিনে ব্যাক টু ব্যাক দুর্ঘটনা! মুর্শিদাবাদে প্রাণ গেল দুজনের, আহত আরও ২

Last Updated:

মুর্শিদাবাদে পৃথক দুর্ঘটনায় মৃত ২! আহত ২

রঘুনাথগঞ্জের ওমরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু চালকের
রঘুনাথগঞ্জের ওমরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু চালকের
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও ফরাক্কাতে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত আরও দু’জন। ঝাড়খন্ড থেকে মালদা আম কিনতে যাওয়ার পথে ভোররাতে ১২ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত হয় আরও দু’জন। অন্যদিকে রঘুনাথগঞ্জ থানার উমরপুর বাসস্ট্যান্ডে শনিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরিকে পিছন থেকে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কারবাহী লরি। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তেল ট্যাঙ্কার চালকের।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ গাড়ি করে ঝাড়খন্ড থেকে মালদা আম কিনতে যাচ্ছিল দুই জন। শনিবার ভোররাতে ফরাক্কা খোসালপুর ১২ নম্বর জাতীয় সড়কের উপরে প্রচণ্ড দ্রুতগতিতে পিকআপ গাড়িটি যাওয়ার পথে চাকা ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুত্বর জখম হয় চালক সহ তিন জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ এসে তিন জনকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম শরীফ আনসারী। বাড়ি ঝাড়খন্ডের বাঁকা এলাকায়। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসক পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গীপুর ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, রঘুনাথগঞ্জে উমরপুর বাসস্ট্যান্ডে মর্মান্তিক দুর্ঘটনায় তেল ট্যাঙ্কার চালকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১০টা নাগাদ। স্থানীয় বাসিন্দারা জানান, তেল ট্যাঙ্কারটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে বালি বোঝাই লরিটিকে। ধাক্কার তীব্রতায় তেল ট্যাঙ্কারের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এখনও পর্যন্ত মৃত চালকের পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনার জেরে উমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় যান চলাচল স্বাভাবিক করার কাজ।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে চালকদের গাড়ি চলাচলের সময় আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: একই দিনে ব্যাক টু ব্যাক দুর্ঘটনা! মুর্শিদাবাদে প্রাণ গেল দুজনের, আহত আরও ২
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement