Bicycle Stunt: কখনও চাকা শূন্যে, কখনও কেরিয়ারে বসেই উঠছে ঝড়! বাইক নয়, সাইকেলেই অবাক করা সব স্টান্ট নিয়ে হাজির একদল কিশোর

Last Updated:

বাইক স্টান্ট দেখেছেন, কিন্তু সাইকেল স্টান্ট দেখেছেন কখনও?

+
সাইকেলে

সাইকেলে স্টান্ট

মুর্শিদাবাদ: আমরা তো এতদিন বিভিন্ন বাইক স্টান্ট দেখে এসেছি, কিন্তু সাইকেল স্টান্ট দেখেছেন কখনও? এবার দেখুন মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চকরামপ্রসাদ এলাকার একদল কিশোরের অসাধারণ সাইকেল স্টান্ট। সাইকেল নিয়ে বিভিন্ন স্কিল দেখাচ্ছেন একদল কিশোর। বেশ কয়েকজন বন্ধুরা মিলে প্রতিদিন তারা এই ঝুঁকিপূর্ণ সাইকেল স্টান্ট করে আসছে।
কখনও সাইকেলের উপর দাঁড়িয়ে বা ক্যারিয়ারে বসে সামনের চাকা শূন্যে ভাসিয়ে অনায়াসে ছুটে চলেছেন। এছাড়াও সাইকেল স্টান্টের বিভিন্ন কৌশল তারা রপ্ত করে ফেলেছে। হেলমেট, নি গার্ড, ফিঙ্গার গার্ড সহ অন্যান্য প্রটেকশন নিয়ে সাবধানতা অবলম্বন করে তারা সাইকেল স্টান্ট করে আসছে। মাত্র ছ’মাসের মধ্যে তারা এত কিছু শিখে ফেলেছে। বিকেল হলেই বন্ধুরা মিলে সাইকেল নিয়ে স্কুল মাঠে প্র্যাকটিস। তারপরে শিক্ষকের হাত ধরে প্রশিক্ষণ নেওয়া। এভাবেই তারা প্রতিদিন সাইকেল স্ট্যান্টের প্র্যাকটিস করে।
advertisement
advertisement
এখন তারা রাস্তায় সাইকেল চালিয়ে মানুষের মন জয় করেছেন। যা দেখতে রীতিমত সাধারণ মানুষের ভিড় হচ্ছে রাস্তার দু’পাশে। এমনকি পথ চলতি মানুষও কিশোরদের সাইকেল স্টান্ট দেখে মুগ্ধ। শুধুমাত্র মানুষকে বিনোদন দিতে এই উদ্যোগ বলে তারা জানিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই কিশোররা জানাচ্ছেন, ইউটিউব দেখে তারা অনুপ্রাণিত হয়ে, সাইকেল স্টান্ট শেখার উৎসাহ পায়। তবে তারা খুব সাবধানে সাইকেল স্টান্ট শিখছে। এই ভিডিও দেখার পর কেউ যাতে বাড়িতে প্র্যাকটিস না করে তার জন্য তারা বিশেষ ভাবে অনুরোধ করেছেন। কারো শেখার ইচ্ছা থাকলে অবশ্যই তারা যেন প্রশিক্ষক ধরে শেখে সেই অনুরোধ করেছেন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bicycle Stunt: কখনও চাকা শূন্যে, কখনও কেরিয়ারে বসেই উঠছে ঝড়! বাইক নয়, সাইকেলেই অবাক করা সব স্টান্ট নিয়ে হাজির একদল কিশোর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement