TRENDING:

Murshidabad: ৪৮ ঘণ্টা পরও হদিশ নেই সামশেরগঞ্জে গঙ্গায় তলিয়ে যাওয়া মেধাবী ছাত্রের! আত্মহত্যার ইঙ্গিত পরিবারের, জারি তল্লাশি

Last Updated:

Samserganj News: সামশেরগঞ্জে গঙ্গায় তলিয়ে যাওয়া মেধাবী ছাত্রের খোঁজ এখনও মিলল না। ঘড়ির কাঁটায় ৪৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসনের তরফে জোরকদমে চলছে গঙ্গাবক্ষের তল্লাশি। পরিবারের অনুমান, আত্মঘাতী হয়েছে মানসিকভাবে অসুস্থ ছেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: দীর্ঘ ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও হদিশ মিলল না সামশেরগঞ্জে গঙ্গায় তলিয়ে যাওয়া মেধাবী ছাত্রের। যে কারণে এখনও উদ্বিগ্ন তার পরিবার। যুবকের খোঁজে সামশেরগঞ্জ পুলিশ প্রশাসনের তরফে জোরকদমে চলছে গঙ্গাবক্ষের তল্লাশি। কিন্তু ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও যুবকের কোন হদিশ পেল না বিপর্যয় মোকাবিলা বাহিনী। তল্লাশি চালে সামশেরগঞ্জের গঙ্গা ঘাট, শিবনগর গঙ্গা ঘাট-সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা।
সামশেরগঞ্জ থানা
সামশেরগঞ্জ থানা
advertisement

স্পিড বোটে গোল করে ঢেউ তুলে দেহ ভাসানোর চেষ্টা চলে। কিন্তু কোনভাবেই খোঁজ মেলেনি যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম সোমনাথ সিংহ। গত ৪৮ ঘণ্টা ধরেই নিখোঁজ সোমনাথ।

আরও পড়ুনঃ হেরিটেজ স্বীকৃতি লাভের পরও ভগ্নপ্রায় দশায়! তমলুক রাজবাড়ির ইটে গাঁথা কত অজানা রহস্য, ৪০০ বছরের ইতিহাস সংরক্ষণের দাবি এলাকাবাসীর

advertisement

বাবা রাধে শ্যাম সিংহ জানান, শনিবার থেকে ছেলের খোঁজ চালানো হচ্ছে গঙ্গায়। কিন্তু ৪৮ ঘণ্টা হয়ে গেলেও ছেলের খোঁজ মেলেনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সারাদিন সামশেরগঞ্জের বিভিন্ন ঘাটে স্পিডবোট নিয়ে খোঁজা হয়েছে। ডুবুরি নামানো হয়েছে তবুও খোঁজ মেলেনি।

View More

তিনি আরও জানান, “আমি নিশ্চিত আমার ছেলে আত্মহত্যা করেছে। আমার ছেলে গঙ্গার পাড়ে তার জুতো জামাকাপড় সমস্ত কিছু খুলেই গঙ্গায় তলিয়ে গিয়েছে। তার ইচ্ছে ছিল বহরমপুরের থেকে পড়াশোনা করবে। আর্থিক অনটনের কারণে সেই ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। ও বেশিরভাগ সময় সুতির ধলায় দাদুর বাড়িতেই থাকতো। মাঝে মধ্যেই আমায় ফোন করত আর জিজ্ঞেস করত বাবা তুমি ভাল আছো। আমার আর্থিক অসচ্ছলতা কথাও সে জানত। ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসাও চলছিল। প্রতিনিয়ত ওষুধ চলতে তার। আমার অনুমান এই সমস্ত কারণেই গঙ্গার পাড়ে জুতো জামাকাপড় খুলে রেখে সে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। ভগবানের কাছে আমাদের প্রার্থনা একটাই, যাতে ওঁর খোঁজ পাওয়া যায়।”

advertisement

আরও পড়ুনঃ এক দিনের জন্য আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন প্রাক্তন সেনা, ফিরে এসে দেখলেন সাড়ে সর্বনাশ! সর্বস্ব লুট করেছে চোরের দল

সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ জানান, “নিখোঁজ যুবকের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তার বাবার দাবি, ছেলে মানসিক অবসাদের কারণেই গঙ্গায় আত্মহত্যা করেছে। যুবকের খোঁজ চালানো হচ্ছে জোরকদমে। তবে এখনঅ পর্যন্ত খোঁজ না মেলায় আমরাও উদ্বিগ্ন। অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফুটবলে মেতে জলদাপাড়ার ছোট্ট হাতিশাবক, ভাইরাল ভিডিও দেখে অবাক সবাই
আরও দেখুন

সামশেরগঞ্জ এই এলাকার ভাঙন অধ্যুষিত এলাকা। ইতিমধ্যেই বড় বড় বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সেই সকল ভেঙে পড়া বাড়ির কোন এক চাতালের তলেই চাপা পড়ে আছে নিখোঁজ যুবক।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: ৪৮ ঘণ্টা পরও হদিশ নেই সামশেরগঞ্জে গঙ্গায় তলিয়ে যাওয়া মেধাবী ছাত্রের! আত্মহত্যার ইঙ্গিত পরিবারের, জারি তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল