স্পিড বোটে গোল করে ঢেউ তুলে দেহ ভাসানোর চেষ্টা চলে। কিন্তু কোনভাবেই খোঁজ মেলেনি যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম সোমনাথ সিংহ। গত ৪৮ ঘণ্টা ধরেই নিখোঁজ সোমনাথ।
advertisement
বাবা রাধে শ্যাম সিংহ জানান, শনিবার থেকে ছেলের খোঁজ চালানো হচ্ছে গঙ্গায়। কিন্তু ৪৮ ঘণ্টা হয়ে গেলেও ছেলের খোঁজ মেলেনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সারাদিন সামশেরগঞ্জের বিভিন্ন ঘাটে স্পিডবোট নিয়ে খোঁজা হয়েছে। ডুবুরি নামানো হয়েছে তবুও খোঁজ মেলেনি।
তিনি আরও জানান, “আমি নিশ্চিত আমার ছেলে আত্মহত্যা করেছে। আমার ছেলে গঙ্গার পাড়ে তার জুতো জামাকাপড় সমস্ত কিছু খুলেই গঙ্গায় তলিয়ে গিয়েছে। তার ইচ্ছে ছিল বহরমপুরের থেকে পড়াশোনা করবে। আর্থিক অনটনের কারণে সেই ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। ও বেশিরভাগ সময় সুতির ধলায় দাদুর বাড়িতেই থাকতো। মাঝে মধ্যেই আমায় ফোন করত আর জিজ্ঞেস করত বাবা তুমি ভাল আছো। আমার আর্থিক অসচ্ছলতা কথাও সে জানত। ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসাও চলছিল। প্রতিনিয়ত ওষুধ চলতে তার। আমার অনুমান এই সমস্ত কারণেই গঙ্গার পাড়ে জুতো জামাকাপড় খুলে রেখে সে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। ভগবানের কাছে আমাদের প্রার্থনা একটাই, যাতে ওঁর খোঁজ পাওয়া যায়।”
সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ জানান, “নিখোঁজ যুবকের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তার বাবার দাবি, ছেলে মানসিক অবসাদের কারণেই গঙ্গায় আত্মহত্যা করেছে। যুবকের খোঁজ চালানো হচ্ছে জোরকদমে। তবে এখনঅ পর্যন্ত খোঁজ না মেলায় আমরাও উদ্বিগ্ন। অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামশেরগঞ্জ এই এলাকার ভাঙন অধ্যুষিত এলাকা। ইতিমধ্যেই বড় বড় বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সেই সকল ভেঙে পড়া বাড়ির কোন এক চাতালের তলেই চাপা পড়ে আছে নিখোঁজ যুবক।






