TRENDING:

দণ্ডী কেটে ৪৮ কিমি! মহাদেবের জলাভিষেকে অভিনব পথ বাছল মুর্শিদাবাদের যুবক, কিন্তু কেন?

Last Updated:

প্রাকৃতিক বিপর্যয়। বৃষ্টিকে মাথায় নিয়ে শিবের মাথায় জল ঢালতে দণ্ডী দিয়ে দীর্ঘ প্রায় ৪৮ কিলোমিটারের যাত্রাপথ শুরু করল পাঁচথুপির যুবক অঞ্জন চট্টরাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর, কৌশিক অধিকারী: প্রাকৃতিক বিপর্যয়। বৃষ্টিকে মাথায় নিয়ে শিবের মাথায় জল ঢালতে দণ্ডী দিয়ে দীর্ঘ প্রায় ৪৮ কিলোমিটারের যাত্রাপথ শুরু করল পাঁচথুপির যুবক অঞ্জন চট্টরাজ। শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল ঢেলে মূলত এমনই প্রার্থনা করবে। দীর্ঘ এই যাত্রাপথ শেষ করে তাদের গন্তব্যস্থল পাঁচথুপি নবরত্ন শিব মন্দিরে পৌঁছতে সময় লাগবে টানা চার থেকে পাঁচ দিন।
advertisement

চলছে মহাদেবের মাস শ্রাবণ মাস। যা হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভগবান শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত। দিকে দিকে শিবভক্তরা বাঁকে জল নিয়ে মহাদেবকে জলাভিষেক করার জন্য ছুটে চলেছেন। পাঁচথুপি গ্রামের যুবক পেশায় মোবাইল ব্যবসায়ী অঞ্জন চট্টরাজ বাবার টানে চলেছেন, তবে বাঁকে জল নিয়ে নয়, দণ্ডী কেটে। বহরমপুরে গঙ্গার ঘাট থেকে মুর্শিদাবাদের প্রাচীন নবরত্ন মহাদেবের মন্দির পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার পথ দণ্ডী কেটে অতিক্রম করছেন বাবার এই ভক্ত। শিব ভক্ত অঞ্জনকে দেখে রাস্তায় কোথাও কেউ দিচ্ছেন জল, কেউ বা বিস্কুট।

advertisement

আরও পড়ুন: বাঁধ ভাঙল দ্বারকার, হু হু করে জল ঢুকল এলাকায়! দেখুন কীভাবে চলছে জনজীবন

View More

প্রতিদিন গড়ে ছয় থেকে সাত কিলোমাটার পথ দণ্ডী কেটে অতিক্রম করছেন বাবার প্রেমে পাগল মুর্শিদাবাদের পাঁচথুপির এই যুবক। আর তাঁকে সঙ্গ দিতে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ভাই ও বন্ধু সহ পরিজনেরা। টানা পাঁচ দিন ধরে ছেলের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে পথ অতিক্রম করছেন যুবকের পরিবারও। আগামী সোমবারে নবরত্ন মন্দির বাবার মাথায় জল ঢেলে যাত্রা শেষ করবেন বাবার এই ভক্ত।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কিন্তু কী উদ্দেশ্যে এই কঠিন যাত্রা? প্রশ্নের উত্তরে অঞ্জন চট্টরাজ জানালেন, কোনও ব্যক্তিগত কারণ নেই। শুধু বাবাকে ভালবেসে জগতের মঙ্গল কামনায় এই সাধন পথ বেছে নিয়েছেন। পাশাপাশি অঞ্জনের বার্তা ,”আমি যদি ৪০ কিমি দণ্ডী কেটে যেতে পারি, সবাই আরও বৃহৎ ও মহৎ কাজ করতে পারবে বলেই আমার আশা। শুধু মনে সদিচ্ছা নিয়ে এগিয়ে পড়তে হবে। বাকিটা বাবার ইচ্ছায় হয়ে যাবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দণ্ডী কেটে ৪৮ কিমি! মহাদেবের জলাভিষেকে অভিনব পথ বাছল মুর্শিদাবাদের যুবক, কিন্তু কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল