বাঁধ ভাঙল দ্বারকার, হু হু করে জল ঢুকল এলাকায়! দেখুন কীভাবে চলছে জনজীবন

Last Updated:

একদিকে লাগাতার টানা বর্ষণ অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে এবার কান্দি ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গা।

+
হিজল

হিজল গ্রাম পঞ্চায়েতে বন্যার জলে প্লাবিত ভরসা নৌকা

কান্দি, কৌশিক অধিকারী: একদিকে লাগাতার টানা বর্ষণ অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে এবার কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর সহ বিস্তীর্ণ গ্রাম এবার বন্যার জলে প্লাবিত হল। ফলে যোগাযোগের একমাত্র ভরসা গ্রামে এখন নৌকা।
স্কুলের ছাত্রছাত্রীরা হোক বা বাড়ির গৃহবধূ। বন্যার পরিস্থিতিতে কান্দির হিজল সহ সাটুই বিস্তৃর্ণ এলাকায় যাতায়াতের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা। সেই কারণে সাধারণ মানুষের সুবিধার্থে জলমগ্ন এলাকায় বেসরকারি ভাবে চালু হয়েছে নৌকা পরিষেবা। বাজার-হাট বা ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজনে মানুষ এখন নৌকার সাহায্যই নিচ্ছেন। এদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে স্কুল, কৃষিকাজ বন্ধ, জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।
advertisement
advertisement
মুর্শিদাবাদের কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত শস্য ভান্ডার হিসাবেই পরিচিত। গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে তিনটি নদী। বাবলা, দ্বারকা সহ আরও একটি নদী বয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে বন্যার কবলে পড়তে হয় এই সমস্ত গ্রামগুলোকে। সাটুই কাছে দ্বারকা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে শ্রীকৃষ্ণপুর থেকে সাটুই যাওয়ার একমাত্র রাস্তা জলের তলায়। ফলে ভরসা একমাত্র নৌকা। শ্রীকৃষ্ণপুর, সুভাষ নগর সহ বেশ কিছু গ্রাম এখন জলের তলায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টি আর একাধির জলাধার থেকে জল ছাড়ার কারণে ফের প্লাবিত কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর, শ্রীকৃষ্ণপুর সহ চারটি গ্রামের বিস্তীর্ণ অংশ। হঠাৎই নদীর জল ঢুকে পড়ায় বহু রাস্তা, চাষের জমি, এমনকী ঘরবাড়ি চলে এসেছে জলের তলায়। পরিস্থিতি যে আরও খারাপ হবে তা পরিষ্কার কারণ বাবলা, দ্বারকা ও কুয়ে নদীর জল কার্যত বিপদসীমা ছাড়িয়ে গেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁধ ভাঙল দ্বারকার, হু হু করে জল ঢুকল এলাকায়! দেখুন কীভাবে চলছে জনজীবন
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement