প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে যাত্রার সময় এক যুবকের হাত ছিল জানালার বাইরে। সংঘর্ষের জেরে হাত কেটে রাস্তায় পড়ে যায়। আহতকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচ্ছিন্ন হাতও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত যুবক। যদিও চিকিৎসকেরা জানিয়েছে, বিষয়টি উপর নজরদারি করে দ্রুততার সঙ্গে অপারেশন কাজ শুরু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভুলে যাবেন মুরগি-মাটন! শুধু পাতে থাকতে হবে বাঁকুড়ার ‘এই’ ছাতু, পাবেন কয়েকটা দিন, জানুন দাম
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম রাফসান সেখ (২৬), বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুরে। এই ঘটনায় বাস ও ট্রাক দু’টি আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। পুলিশ এও জানিয়েছে, এদিন রাফসান সেখ তিনি কাজে যাচ্ছিলেন বাসে করে। কিন্তু বাসের বাইরে হাত রাখার কারণেই হাত কেটে পড়ে যায়। আর এই ঘটনার পর বাসের অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাকি যাত্রীরা ছুটে এসে তড়িঘড়ি আহত অবস্থায় ঐ বাস যাত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসের গতিবেগ দ্রুত ছিল। সঙ্গে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাস মালিকরা জানিয়েছেন, “আমরা যাত্রীদের সাবধান করে থাকি। বাসের বাইরে হাত রাখতে নিষেধাজ্ঞা করা হয়। তবুও অনেক যাত্রীরা কথা না শোনার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।”