জানা গিয়েছে, সোমবার দুপুরে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন রঘুনাথগঞ্জের বালিঘাটার বাসিন্দা খুশি খাতুন। টোটোতে চড়ে বাড়ি যাওয়ার সময় তার একটি ব্যাগ পড়ে যায় রঘুনাথগঞ্জ বালিঘাটা রাজ্য সড়কের ওপর জঙ্গিপুর একটি অফিস সংলগ্ন রাস্তায়। পরে নজরে আসে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের। ব্যাগ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ার স্নেহময় সরকার। সঙ্গে সঙ্গেই ব্যাগটি নিয়ে সে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানায়।
advertisement
টাকা ও সোনার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিচ্ছেন সিভিক ভলেন্টিয়ার
আরও পড়ুন: পুরনো দিনের ক্যাসেট-রেকর্ড, সলিল চৌধুরীর গান! মহালয়া থেকেই জমজমাট নস্টালজিয়ায় ভরা ‘এই’ পুজো মণ্ডপ
পরবর্তীতে এক ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে খুশি খাতুন রাস্তায় ঘোরাঘুরি করলে তাকে থানায় নিয়ে যান ওই সেভিক ভলেন্টিয়ার এবং উপযুক্ত প্রমাণ দেখিয়ে তার হাতেই ব্যাগটি তুলে দেওয়া হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে সোমবার বিকালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্যাগ ফিরে পেয়ে খুশি খাতুন বলেন, জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে রোগীর সঙ্গে সাক্ষাৎ করে টোটোতে চড়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলাম। টোটো থেকে সেই সময় ব্যাগটি ফেলে দেয় ছেলে। বিষয়টি তখন না বুঝতে পেরে বাড়ি গিয়ে যখন দেখা হয় যে তার ব্যাগ নেই, তখন খোঁজাখুঁজি করতেই জানতে পারা যায় এক সিভিক ভলেন্টিয়ার আমার ব্যাগটি উদ্ধার করেছে। ব্যাগের মধ্যে কিছু টাকা এবং সোনার কানের ঝুমকো দুল ছিল। সমস্ত কিছুই তিনি রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে ফিরে পেয়েছেন। সিভিক ভলেন্টিয়ার এবং রঘুনাথগঞ্জ থানাকে ধন্যবাদ জানান তিনি।