Durga Puja 2025: পুরনো দিনের ক্যাসেট-রেকর্ড, সলিল চৌধুরীর গান! মহালয়া থেকেই জমজমাট নস্টালজিয়ায় ভরা 'এই' পুজো মণ্ডপ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
দেবীপক্ষের সূচনা, মহালয়ার দিন থেকেই এই মণ্ডপে প্রতিমা দর্শন শুরু হয়ে গেছে। কলকাতা নয়, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পুজো মণ্ডপ ও পিছিয়ে নেই।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দেবীপক্ষের সূচনা, মহালয়ার দিন থেকেই এই মণ্ডপে প্রতিমা দর্শন শুরু হয়ে গেছে। মহালয়ার দিন থেকেই ঘাটালের এই মণ্ডপে মা দুর্গার দর্শন করতে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হচ্ছে সব কিছু। এখন শহরতলির মানুষ মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দেন। ঘাটালও সেই লিস্টে নাম লেখাল। এই মণ্ডপে প্রতিমা সেজে উঠেছে সাবেকি ডাক সাজে। এখানে এলে শুনতে পাবেন সলিল চৌধুরীর সেই পুরোনো দিনের গান। পুরনো দিনের ক্যাসেট, রেকর্ডের মাঝে মায়ের দর্শন আপনাকে নস্টালজিক করে দেবে।
কথা বলছি ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠের দক্ষিণ পূর্ব কোণে ন্যাশনাল বয়েজ ক্লাবের সর্বজনীন দুর্গোৎসবের। ক্লাবের পক্ষ থেকে দীপক ঘোষাল জানান, এবার তাদের ৩৯ তম বর্ষের সর্বজনীন দুর্গোৎসব। সলীল চৌধুরীর জন্ম শতবর্ষকে মাথায় রেখে তাঁর প্রতি শ্রদ্ধা জানতে পুজোর থিম চিত্র পটে সলীল। এই থিম রূপায়ন করেছেন ঘাটালেরই শিল্পী মিলন কুইল্যা। শিল্পী তার ছাত্রছাত্রীদের নিয়ে এই থিমের কাজ করছেন টানা প্রায় এক মাস ধরে। মহালয়ার শুভ লগ্নে ঘাটালের এই মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে কিছুটা ফিনিশিং টাচ সম্পূর্ণ করতে সকাল থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে তার মাঝে ঠাকুর দেখতে কিছু কিছু মানুষ আসছেনও।
advertisement
advertisement
শিল্পী মিলন কুইল্যা জানাচ্ছেন, এবার তিনি পশ্চিম মেদিনীপুরের ওই এলাকারই পাঁচটি মণ্ডপের কাজ করছেন। এই মণ্ডপে জুড়ে থাকছে সকলের মনের মানুষ সলীল চৌধুরী এবং তাঁর গান। থিমের কাজ প্রায় শেষের পথে তবে ইতিমধ্যেই মণ্ডপে মা দুর্গা চলে এসেছেন এখানে। এলেই মায়ের দর্শন পাবেন আপনিও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার আর মা আসছেন নয়, মা এসে গেছেন। স্রোতের গা এ হাওয়া লাগিয়ে মণ্ডপ উদ্বোধন হয়েছে ঠিকই তবে বোধন দিয়েই হবে পুজো শুরু। ঘাটাল জুড়ে নানা থিম। তবে এই থিম আবেগসম। বিশেষ করে সলীল প্রিয় মানুষজনদের কাছে এই মণ্ডপ স্বর্গসম। আবেগ আর নস্টালজিয়ায় ভরা এই পুজো প্যান্ডেল হপিংয়ের লিস্টে জায়গা করে নিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 12:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুরনো দিনের ক্যাসেট-রেকর্ড, সলিল চৌধুরীর গান! মহালয়া থেকেই জমজমাট নস্টালজিয়ায় ভরা 'এই' পুজো মণ্ডপ