রানিতলা থানার অন্তর্গত হোসনাবাদ দক্ষিণপাড়া এলাকা জলমগ্ন। যার কারণে গৃহবন্দি বেশ কিছু পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ছ’দিন ধরে বৃষ্টির জলে ঘুমানোর ঘর পর্যন্ত ডুবে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বৃষ্টির জেরে জলের তলায় দোকানপাট থেকে ঘর বাড়ি। যার কারণে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন : বাংলার বুকেই বৈষম্য! মাতৃভাষায় কথা বলায় চাকরি খোয়ালেন পাঁচ শ্রমিক
পরিস্থিতি এমনই হয়েছে যে, জল জমার জেরে বন্ধ রাখতে হয়েছে দোকান। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, জমির জল থেকেই এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে। যদিও মেশিন বসিয়ে জল নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাতেও এখনও স্বস্তি পাচ্ছেন না এলাকাবাসী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আর নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইবে। তাই স্থানীয়রা আশা করছেন, আর ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতির উন্নতি হবে।