TRENDING:

Murshidabad News: মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যুর হাতছানি! নিজের ট্রাক্টরেই চাপা পড়লেন মুর্শিদাবাদের যুবক, পরিবারে কান্নার রোল

Last Updated:

Murshidabad News: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ট্রাক্টর। চাপা পড়ে মৃত্যু হল চালকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিহরপাড়া, মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু হল চালকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়।
ট্রাক্টর মালিক আলামিন মন্ডল
ট্রাক্টর মালিক আলামিন মন্ডল
advertisement

মুর্শিদাবাদের হরিহরপাড়া বিডিও রোড সংলগ্ন এলাকায় গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাক্টর। আর সেই ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু হল ট্রাক্টর মালিক আলামিন মন্ডল ওরফে রবির (৩৫)। নিহতের বাড়ি হরিহরপাড়ার বিডিও রোড জোড়া শিব মন্দির কদমতলা এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ সাইরেন বাজিয়ে এল দমকল, আগুন নেভাতে নয়! ধুয়ে দিল প্রাচীন বটগাছ, মেদিনীপুরে যা ঘটছে জানলে আশ্চর্য হবেন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে চাষের জমি থেকে বড় রাস্তায় উঠার সময় আচমকাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজলিতে উলটে যায়। ট্রাক্টরের তলাতেই চাপা পড়ে গুরুতর জখম হন আলামিন ওরফে রবি। পথচলতি মানুষ ঘটনাটি দেখে চিৎকার করতে শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ছুটে এসে তড়িঘড়ি যুবকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু লাভ হল না। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুনঃ ‘আমাকে বাঁচান’! এক ফোনে রুখে গেল বাল্যবিবাহ, বুদ্ধি খাটিয়ে নিজেই নিজের বিয়ে আটকাল নবম শ্রেণির ছাত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
৬০ পেরলেও ধার কমেনি শিল্পকলায়! আজও তাঁর হাতের ছোঁয়ায় কথা বলে কার্টুনের বিভিন্ন চরিত্র
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যুবকের এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবার-পরিজনেরা। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যুর হাতছানি! নিজের ট্রাক্টরেই চাপা পড়লেন মুর্শিদাবাদের যুবক, পরিবারে কান্নার রোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল