মুর্শিদাবাদের হরিহরপাড়া বিডিও রোড সংলগ্ন এলাকায় গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাক্টর। আর সেই ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু হল ট্রাক্টর মালিক আলামিন মন্ডল ওরফে রবির (৩৫)। নিহতের বাড়ি হরিহরপাড়ার বিডিও রোড জোড়া শিব মন্দির কদমতলা এলাকায়।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে চাষের জমি থেকে বড় রাস্তায় উঠার সময় আচমকাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজলিতে উলটে যায়। ট্রাক্টরের তলাতেই চাপা পড়ে গুরুতর জখম হন আলামিন ওরফে রবি। পথচলতি মানুষ ঘটনাটি দেখে চিৎকার করতে শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ছুটে এসে তড়িঘড়ি যুবকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু লাভ হল না। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যুবকের এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবার-পরিজনেরা। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
